নতুন বছরে বাজারে আসছে Redmi Pro 2

২০১৬ সালে চিনে Redmi Pro লঞ্চ হওয়ার প্রায় ২ বছর পর বাজারে আসতে চলেছে এর নতুন ভার্সান Redmi Pro 2। সম্প্রতি একটি টিজার লঞ্চ করেছে চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Xiaomi। এই টিজার অনুযায়ী, Redmi Pro 2-এর মূল আকর্ষণ হল এর ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। জানা গিয়েছে, এরই সঙ্গে এই ফোনে থাকবে Snapdragon ৬৭৫ চিপসেট। চিনের একটি

নতুন বছরে বাজারে আসছে Redmi Pro 2

২০১৬ সালে চিনে Redmi Pro লঞ্চ হওয়ার প্রায় ২ বছর পর বাজারে আসতে চলেছে এর নতুন ভার্সান Redmi Pro 2। সম্প্রতি একটি টিজার লঞ্চ করেছে চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Xiaomi। এই টিজার অনুযায়ী, Redmi Pro 2-এর মূল আকর্ষণ হল এর ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। জানা গিয়েছে, এরই সঙ্গে এই ফোনে থাকবে Snapdragon ৬৭৫ চিপসেট।

চিনের একটি ওয়েবসাইটে প্রকাশিত এই টিজার অনুযায়ী, এই ফোনের ডিজাইনে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে সংস্থা। ফোনটির সেলফি ক্যামেরার ডিজাইনেও কিছু পরিবর্তন করা হতে পারে বলে খবর। ডুয়াল রিয়ার ক্যামেরার এই ফোনে উচ্চমানের ছবি তোলার জন্য থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সার আর ফেস আনলক ফিচার।

নতুন Redmi Pro 2-এর দাম ভারতে ২১,০০০ টাকার আশপাশে থাকবে বলেই মনে করা হচ্ছে। যদিও এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে কোনও নির্দিষ্ট খবর পাওয়া যায়নি। তবে আশা করা হচ্ছে Redmi Pro 2-এর লঞ্চ বা ভারতে এ ফোনের দাম ঠিক কত হতে পারে, সে বিষয়ে পরবর্তি টিজারে হয়তো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =