নতুন বছরেই ফের বড় চমক জিও’র, আসছে নতুন স্মার্টফোন

মুম্বই: রিলায়েন্স জিও নতুন স্মার্টফোন আনছে নতুন বছরে। জিও-২ ছিল বেসিক ফোন। এই খবর নিয়েই শুরু হয়েছে নতুন পরিকল্পনা। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির সঙ্গে মুকেশ অম্বানীর রিলায়েন্স গোষ্ঠীর চুক্তি হওয়া নিয়ে কথা চলছে বলেই একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর৷ চেন্নাইয়ের কাছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ফ্লেক্স নামে একটি কোম্পানি তৈরি করবে নতুন জিও স্মার্টফোন। যাঁরা নতুন স্মার্টফোন

নতুন বছরেই ফের বড় চমক জিও’র, আসছে নতুন স্মার্টফোন

মুম্বই: রিলায়েন্স জিও নতুন স্মার্টফোন আনছে নতুন বছরে। জিও-২ ছিল বেসিক ফোন। এই খবর নিয়েই শুরু হয়েছে নতুন পরিকল্পনা। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির সঙ্গে মুকেশ অম্বানীর রিলায়েন্স গোষ্ঠীর চুক্তি হওয়া নিয়ে কথা চলছে বলেই একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর৷ চেন্নাইয়ের কাছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ফ্লেক্স নামে একটি কোম্পানি তৈরি করবে নতুন জিও স্মার্টফোন। যাঁরা নতুন স্মার্টফোন ব্যবহার করতে চান তাঁদের কথা মাথায় রেখেই তৈরি হবে এই ফোন। একই সঙ্গে তাঁরা পাবেন জিও পরিষেবাও। মোবাইল ফোন বিশেষজ্ঞদের ধারণা এই নতুন ফোনের সঙ্গে প্রতিদিন ১ জিবি ডেটার মতো সুবিধা দিতে পারে রিলায়েন্স জিও। বিশেষজ্ঞদের বক্তব্য, এই ফোনের স্ক্রিনের জন্য বিমারও ব্যবস্থা করতে পারে রিলায়েন্স জিও। জিও ফোন-২ তে হোয়াটসঅ্যাপের মতো কয়েকটি অ্যাপের সুবিধা রয়েছে। নতুন ফোনে যে কোনও স্মার্টফোনের মতোই সুবিধা থাকবে। তবে এর দাম কত হবে, তা নিয়েই চলছে জল্পনা। যেহেতু এই ফোনে শুধুমাত্র জিও-র সিমই ব্যবহার করা যাবে, তাই দামের ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হচ্ছে মুকেশের কোম্পানিকে। মনসুন হাঙ্গামা অফারে জিও-১ ফোনের বদলে মাত্র ৫০০ টাকাতেই পাওয়া গিয়েছিল জিও-২ ফিচার ফোন। এবার সেই রকমই ‘এক্সচেঞ্জ অফার’ থাকতে পারে জিও স্মার্টফোনের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − eight =