এবার ফেসবুক শাসন করবেন ভারতীয় এই যুবক

নয়াদিল্লি: বাণিজ্যিক যোগাযোগের জন্য নতুন অ্যাপ ওয়ার্কপ্লেস আগেই চালু করেছে ফেসবুক৷ এ বার সেই কমিউনিকেশন মিডিয়ার শীর্ষ পদে বসলেন একজন ভারতীয় বংশোদ্ভূত যুবক৷ মাইক্রোসফটের প্রাক্তন কর্মী, ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার করণদীপ আনন্দই বর্তমানে ফেসবুক ওয়ার্কপ্লেসের প্রধান৷ ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট জুলিয়েন কডরনিও জানিয়েছেন, ফেসবুক ওয়ার্কপ্লেসের লন্ড ডিভিসনের দায়িত্ব দেওয়া হয়েছে করণদীপকে। এর আগে তিনি ফেসবুকের মার্কেটপ্লেস অ্যান্ড

এবার ফেসবুক শাসন করবেন ভারতীয় এই যুবক

নয়াদিল্লি: বাণিজ্যিক যোগাযোগের জন্য নতুন অ্যাপ ওয়ার্কপ্লেস আগেই চালু করেছে ফেসবুক৷ এ বার সেই কমিউনিকেশন মিডিয়ার শীর্ষ পদে বসলেন একজন ভারতীয় বংশোদ্ভূত যুবক৷ মাইক্রোসফটের প্রাক্তন কর্মী, ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার করণদীপ আনন্দই বর্তমানে ফেসবুক ওয়ার্কপ্লেসের প্রধান৷ ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট জুলিয়েন কডরনিও জানিয়েছেন, ফেসবুক ওয়ার্কপ্লেসের লন্ড ডিভিসনের দায়িত্ব দেওয়া হয়েছে করণদীপকে। এর আগে তিনি ফেসবুকের মার্কেটপ্লেস অ্যান্ড পেমেন্ট এবং প্রোডাক্ট টিম সামলাতেন। নতুন পদ পাওয়ার পর ওয়ার্কপ্লেসের গোটা প্রোডাক্ট টিম, ডেভলপার্স, ইঞ্জিনিয়ার থেকে ডেটা সায়েন্টিস্ট, সবটাই থাকবে করণদীপের দখলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 6 =