‘মানবিক’ হয়ে ২ ইজরায়েলি পণবন্দিকে ছাড়ল হামাস, এখনও বন্দি অনেক

‘মানবিক’ হয়ে ২ ইজরায়েলি পণবন্দিকে ছাড়ল হামাস, এখনও বন্দি অনেক

গাজা: ইজরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার পর থেকেই হামাস গোষ্ঠীর কাছে পণবন্দি হয়ে আছে অন্তত ২০০ জন। ইজরায়েল সেনা তাদের সকলকে ছাড়ানোর চেষ্টা করেই  চলেছে। কিন্তু এখনও পর্যন্ত তারা সফলতা পায়নি। তবে এরই মধ্যে জানা গেল, ২ ইজরায়েলি পণবন্দিকে ইতিমধ্যেই মুক্তি দিয়েছে হামাস। এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা ‘মানবিক’ দিক দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, এর আগে দু’জন মার্কিন মহিলাকে মুক্তি দিয়েছিল তারা। 

হামাস গাজা থেকে ইজরায়েল আক্রমণ করার পর থেকেই পাল্টা ইজরায়েলি সেনা লাগাতার হামলা চালাচ্ছে গাজা স্ট্রিপে। একাধিক হামাস বাঙ্কার তারা ধ্বংস করেছে ইতিমধ্যেই। হামাস আগেই শর্ত রেখেছিল যে, পরপর ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করলেই তারা পণবন্দিদের একে একে মুক্তি দেবে। কিন্তু তেমন কিছু হওয়ার আগে তারা ২ ইজরায়েলি নাগরিককে মুক্তি দিল। হামাস জানিয়েছে, মানবিক কারণেই ছাড়া হয়েছে তাঁদের। তাছাড়া তাঁদের শারীরিক পরিস্থিতিও ভালো নয়। দুজনের বয়স যথাক্রমে ৭৯ ও ৮৫।

গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়ে কয়েকশো ইজরায়েলিকে বন্দি করেন হামাস বাহিনী। গাজায় তাদের মাটির তলার একাধিক বাঙ্কারে রাখা হয়েছে বলে জানতে পেরেছে ইজরায়েল। এও দাবি, তাদের ওপর ব্যাপক অত্যাচার করেছে তারা। মহিলা তো আছেই, শিশুদের রেয়াত করা হয়নি। তবে গাজায় স্ট্রাইক চালিয়ে কয়েকজন হামাস সদস্যকে খতম করা হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি সেনার।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *