২০১৪-র দুধ দেওয়া গোরু ২০১৯-এ বিজেপির মুখে গোবর ছেটাবে: অভিষেক

ব্রিগেডে সমাবেশ সফল করতে আজ, শনিবার পানিহাটির ঘোলা নেতাজি সংঘের মাঠে জনসভার মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন সর্বভারতীয় তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন জনসভা মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘‘পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি বুঝে গিয়েছে, তাদের দলের কী অবস্থা৷ ধর্ম-ধর্ম করে লোকসভায় কিছুই হবে না৷ ২০১৪-য় দুধ দেওয়া বিজেপির গোরু ২০১৯-এ মুখে গোবর

২০১৪-র দুধ দেওয়া গোরু ২০১৯-এ বিজেপির মুখে গোবর ছেটাবে: অভিষেক

ব্রিগেডে সমাবেশ সফল করতে আজ, শনিবার পানিহাটির ঘোলা নেতাজি সংঘের মাঠে জনসভার মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন সর্বভারতীয় তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন জনসভা মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘‘পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি বুঝে গিয়েছে, তাদের দলের কী অবস্থা৷ ধর্ম-ধর্ম করে লোকসভায় কিছুই হবে না৷ ২০১৪-য় দুধ দেওয়া বিজেপির গোরু ২০১৯-এ মুখে গোবর ছিটিয়ে চলে যাবে৷ তখন কোনও ধর্মই আর কাজে আসবে না৷’’

ব্রিগেড সমাবেশ প্রস্তুতি সভায় উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্বকে কমপক্ষে ৫-৬ লক্ষ জমায়েত করার টার্গেট বেধে দেন যুব সভাপতি৷ দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে নতুন ও পুরানো তৃণমূল কর্মীদের এক সঙ্গে কাজ করার বার্তা দেন অভিষেক৷ যোগ্যতা থাকলে দল নিজে থেকেই তাঁদের উপর দায়িত্ব দেবে বলেও আশ্বাস দেন তিনি৷ একই সঙ্গে তিনি বলেন, ‘‘দলে দ্বিতীয় তৃতীয় বলে কেউ নেই৷ আমরা সবাই সামন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা কাজ করি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =