কলকাতা: তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় ২৫ লক্ষ টাকা জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট। এই জরিমানার ইস্যুতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন তাঁর আইনজীবী কিশোর দত্ত। জানা গিয়েছে, প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন সিঙ্গেল বেঞ্চের নির্দেশ দেখে পদক্ষেপ করবেন। আগামীকাল এই মামলার শুনানি হতে পারে।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ মোতাবেক কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি বেঞ্চ স্থির করেছিলেন এই সংক্রান্ত মামলার শুনানির জন্য। প্রধান বিচারপতির নির্দেশেই বিচারপতি অমৃতা সিনহা এই মামলা শুনছেন। তাহলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৫ লক্ষ টাকা জরিমানা করা হল? প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে তাঁর অভিযোগ, আদালতের সময় নস্ট করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আজই অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ জানিয়েছেন, তদন্তের স্বার্থে তাঁকে ডাকা হলে চলতি কর্মসূচি ছেড়েও তিনি তলবে সাড়া দিয়ে যেতে রাজি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”তৃণমূলের নবজোয়ারের পাল্টা বিজেপির ‘পঞ্চায়েত পদযাত্রা’! এগরা-কাণ্ডের পরই ঘোষণা বিজেপির!” width=”853″>
অভিষেক বলেছেন, তদন্তে পূর্ণ সহযোগিতার জন্য তিনি প্রয়োজনে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রেখে যাবেন। এটা তাঁর কর্তব্য। যদিও তিনি এটাও জানিয়েছেন যে, এই ইস্যুতে উচ্চ আদালতে যাওয়ার রাস্তাও খোলা আছে তাঁর কাছে। এই বিষয়ে বিরোধীদের প্রশ্ন, যদি তদন্তের স্বার্থেই যেতে রাজি হন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কথা ভাবছেন কেন?