কর্ণাটকে মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী শিবকুমার, শপথে আমন্ত্রিত মমতা

কর্ণাটকে মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী শিবকুমার, শপথে আমন্ত্রিত মমতা

বেঙ্গালুরু: বিজেপিকে পর্যুদস্ত করে কর্ণাটকে বাজিমাত করেছে কংগ্রেস। কিন্তু প্রশ্ন ছিল যে মুখ্যমন্ত্রী কে হবেন। সব জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস ‘অধিনায়ক’ হিসেবে বেছে নিয়েছে বর্ষীয়ান নেতা সিদ্দারামাইয়াকে। আগামী শনিবার দুপুর সাড়ে ১২টায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। জানা গিয়েছে, এই শপথ অনুষ্ঠানে বিরোধী শিবিরের তাবড় নেতাদের ভিড় দেখা যেতে পারে। ইতিমধ্যেই খবর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান হয়েছে এই অনুষ্ঠানে। তাহলে তিনিই কি মধ্যমণি হবেন?

সূত্রে মারফত জানা গিয়েছে, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও থেকে শুরু করে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার, আরজেডি সভাপতি লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদবকেও আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি আমন্ত্রণ জানানোর কথা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকেও। এছাড়া শরদ পাওয়ারের এনসিপি, উদ্ধব ঠাকরের শিবসেনা (বালাসাহেব), হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের মতো সহযোগী দলগুলি আমন্ত্রণ পেতে পারে বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে শনিবার আবার একবার এই শপথ অনুষ্ঠানকে ঘিরে বিরোধীদের ‘চাঁদের হাট’ হওয়ার সম্ভাবনা বাড়ছে।