এবার অভিষেকের আপ্ত সহায়ককে ইডি-র তলব, হাই কোর্টের দ্বারস্থ সুমিত

এবার অভিষেকের আপ্ত সহায়ককে ইডি-র তলব, হাই কোর্টের দ্বারস্থ সুমিত

 কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে এবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট  (ইডি)।আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে৷ 

ইডির ওই নোটিসকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত রায়। দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণও করা হয়েছে৷ তবে শুক্রবার সুমিতের আবেদনের ভিত্তিতে শুনানি হয়নি। সোমবার বেলা ১২টায় শুনানি হওয়ার কথা৷ বিচারপতি ইডির আইনজীবীকে বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার পরিবর্তে দুপুর ১২টার পর সুমিতকে সিজিও কমপ্লেক্সে হাজিরার সময় দেওয়া হোক। ওই সময়ের আগে মামলার শুনানি হয়ে যাবে।  

এর আগে ইডি-র তলবের মুখে পড়তে হয়েছে অভিষেকের পরিবারের একাধিক সদস্যকে। গত সপ্তাহে ডেকে পাঠানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের  মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে৷  চলতি সপ্তাহে সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দেন অভিষেক-পত্নী রুজির বন্দ্যোপাধ্যায়। এবার তলবের মুখে পড়লেন তাঁর আপ্ত সহায়ক।

ইডি সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা ও লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় তদন্তে উঠে আসে সুমিতের নাম৷ সেই সূত্র ধরেই এবার সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *