‘তৃণমূল বিশুদ্ধ লোহা, যত পোড়াবে, তত শক্তিশালী হবে’, ২১-এর মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

‘তৃণমূল বিশুদ্ধ লোহা, যত পোড়াবে, তত শক্তিশালী হবে’, ২১-এর মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

কলকাতা: একুশের সভামঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পঞ্চায়েতের সাফল্য উদযাপনের সঙ্গে সঙ্গে শহিদ সমাবেশ থেকে ২৪-এর লড়াইয়ের বার্তা পৌঁছে দেন তিনি৷ ডাক দেন দিল্লি চলো৷ 

অভিষেক বলেন, ২০২৩-এর পঞ্চায়েত ভোটে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে মানুষের পঞ্চায়েত গড়েছে৷ সাধারণ মানুষের কথায় এবার দল প্রার্থীপদ দিয়েছে৷ এই জয় মানুষের৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‘বিধানসভা ভোটে বিজেপি’র সঙ্গে ১০ শতাংশের ব্যবধান ছিল তৃণমূল কংগ্রেসের৷ আমি সেই সময় বলেছিলাম এই ব্যবধান পঞ্চায়েতে ১৫ শতাংশের বেশি হবে৷ কিন্তু আমি ভুল ছিলাম৷ ব্যবধান ১০ বা ১৫ শতাংশের নয়, ব্যবধান ৩০ শতাংশের হয়েছে৷ তৃণমূল এককভাবে ৫২ শতাংশ ভোট পেয়েছে৷ ইডি–সিবিআই, সংবাদমাধ্যমকে নিয়ে বিজেপি ২২ শতাংশ ভোট পেয়েছে৷’ তিনি বলেন, এই এক বছরে তৃণমূলকে আরও বেশি শক্তিশালী করতে পেরেছি আমরা৷ তাঁর হুঙ্কার, ‘তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, যত তাতাবে, যত পোড়াবে, যত প্রহার করবে, যত আঘাত করবে, যত হাতুড়ি মারবে, তত শক্তিশালী হবে৷’ অভিষেকের কথায়, ‘মারবি যত বাড়ব তত, ফুলবে তত ফুল, রত্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল৷’

লোকসভার লড়াইয়ের ডাক দিয়ে তিনি আরও বলেন, আগামীর লড়াই ২০২৪-এর৷ তাই চিরিদিকে একটাই কথা, ‘আগামী ২৪-এ জিতছে কে? ইন্ডিয়া আবার কে?’ একই সঙ্গে দিল্লি চলো ডাক দেন তিনি৷ তবে তার আগে দলীয় কর্মীদের উদ্দেশে আরও একটা নিদান দেন তিনি৷ আগামী ৫ অগাস্ট বিজেপি’র সব স্তরের নেতার বাড়ি ঘেরাও করতে হবে৷  সকাল ৫টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত গণঘেরাও চলবে৷ তবে কোনও হিংসা নয়৷ শান্তি বজায় রেখে এই কাজ করার ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ এর পর ২ অক্টোবর গান্ধীজির জন্মদিবসে হবে দিল্লি চলে অভিযান৷ তিনি বলেন, দিল্লির কাছ থেকে বকেয়া আদায় করবই৷ কৃষি ভবনের বাইরে হবে আন্দোলন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *