দীঘার সমুদ্রে দুর্ঘটনা রুখতে নয়া ব্যবস্থা প্রশাসনের

কলকাতা: দীঘার সমুদ্রসৈকতে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এর সংখ্যা কমার বদলে দিনের পর দিন তা ঊর্ধ্বমুখী। সমুদ্রে স্নান করতে নেমে অনেক ক্ষেত্রে তলিয়ে যাচ্ছেন পর্য’টকরা। নানা সীমাবদ্ধতার জন্য গভীর সমুদ্রে গিয়ে তাঁদের খোঁজ চালানো যাচ্ছে না। তাই দীঘার সমুদ্রে এমন দুর্ঘটনা মোকাবিলায় এবার প্রশিক্ষণপ্রাপ্ত ডাইভার নিয়োগ করল সিভিল ডিভেন্স। তাঁরা ২৪ ঘণ্টাই নজরদারি চালাবেন।

দীঘার সমুদ্রে দুর্ঘটনা রুখতে নয়া ব্যবস্থা প্রশাসনের

কলকাতা: দীঘার সমুদ্রসৈকতে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এর সংখ্যা কমার বদলে দিনের পর দিন তা ঊর্ধ্বমুখী। সমুদ্রে স্নান করতে নেমে অনেক ক্ষেত্রে তলিয়ে যাচ্ছেন পর্য’টকরা। নানা সীমাবদ্ধতার জন্য গভীর সমুদ্রে গিয়ে তাঁদের খোঁজ চালানো যাচ্ছে না। তাই দীঘার সমুদ্রে এমন দুর্ঘটনা মোকাবিলায় এবার প্রশিক্ষণপ্রাপ্ত ডাইভার নিয়োগ করল সিভিল ডিভেন্স। তাঁরা ২৪ ঘণ্টাই নজরদারি চালাবেন। পাশাপাশি সমুদ্রে বড় কোন জাহাজ ডুবে গেলে, বা অন্য কোনও সমস্যা দেখা দিলে, সেখান থেকেও যাত্রীদের নিরাপদে বের করার কাজ করানো যাবে তাঁদের দিয়ে।

বিগত কয়েক বছরে দীঘা, মন্দারমণি বা বকখালির সমুদ্রসৈকতে দুর্ঘটনার মুখে পড়েছেন পর্যটকেরা। কখন ঢেউয়ের গভীরতা আঁচ করতে না পেরে সমুদ্রে তলিয়ে গিয়েছেন অনেকে, আবার কখনও মদ্যপ অবস্থায় স্নান করতে নেমে দেহের ভারসাম্য বজায় রাখতে না পেরে ভেসে গিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি। তাছাড়া উদ্ধার কাজ চালাতে গিয়েও সমস্যায় পড়তে হয়েছে সিভিল ডিফেন্সকে। প্রশিক্ষণ না থাকায় একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে তল্লাশি চালিয়ে ফিরে আসতে হয়েছে এই বাহিনীর সদস্যদের। কিন্ত, এখন থেকে এই সমস্যা কিছুটা কমানো যাবে বলেই মত জেলা প্রশাসনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 11 =