কর্মীদের প্রাপ্য দিতে দেরি হলে সুদ গুনবে সরকার

কলকাতা: অবসরপ্রাপ্ত কর্মীকে গ্র্যাচুইটি ও পেনশন নির্দিষ্ট দিনে দিয়ে দেওয়া সরকারের বাধ্যতামূলক কর্তব্য। ব্যর্থ হলে বা ব্যাখ্যাহীন দেরি হলে, সরকারকে তার জন্য অবশ্যই ক্ষতিপূরণ হিসেবে সুদ দিতে হবে। কারণ, পেনশন ও গ্র্যাচুইটির জোরেই অবসরপ্রাপ্ত কর্মী ও তাঁর উপর নির্ভরশীল পরিবারের অন্যদের জীবনধারণ নির্ভর করে। যদি প্রাপ্য সুদ পাওয়ার জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতে কড়া নাড়তে দেরি

কর্মীদের প্রাপ্য দিতে দেরি হলে সুদ গুনবে সরকার

কলকাতা: অবসরপ্রাপ্ত কর্মীকে গ্র্যাচুইটি ও পেনশন নির্দিষ্ট দিনে দিয়ে দেওয়া সরকারের বাধ্যতামূলক কর্তব্য। ব্যর্থ হলে বা ব্যাখ্যাহীন দেরি হলে, সরকারকে তার জন্য অবশ্যই ক্ষতিপূরণ হিসেবে সুদ দিতে হবে। কারণ, পেনশন ও গ্র্যাচুইটির জোরেই অবসরপ্রাপ্ত কর্মী ও তাঁর উপর নির্ভরশীল পরিবারের অন্যদের জীবনধারণ নির্ভর করে। যদি প্রাপ্য সুদ পাওয়ার জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতে কড়া নাড়তে দেরি করেন, তাহলেও সেই দাবি নাকচ করা যাবে না। কারণ, ওই সুদ দিলে কোনও তৃতীয়পক্ষের স্বার্থ ক্ষুন্ন হবে না। এমনই অভিমত দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় মামলাকারীকে প্রাপ্য সুদ দেওয়ার জন্য রাজ্যকে সম্প্রতি নির্দেশ দিয়েছেন। বেহালার ম্যান্টন এলাকায় অবস্থিত ‘সুকল্যাণী’তে সেলস গার্ল হিসেবে কাজ করতেন সবিতা দাশগুপ্ত। ২০১১ সালের ৩০ জুন তিনি চাকরি থেকে অবসর নেন। ২০১২ সালের ৪ অক্টোবর তাঁর পেনশন পেমেন্ট অর্ডার বের হয়। আর গ্র্যাচুইটি ও বকেয়া পেনশন দেওয়া হয় ২০১২ সালের ১ ডিসেম্বর। এই দেরিতে পাওয়া টাকার উপর তিনি সুদ দাবি করেন। বিষয়টি খতিয়ে দেখে আদালত এই রায়ে বলেছে, এই প্রসঙ্গে আদালতের আগের রায়গুলিও পর্যালোচনা করা হয়েছে। যার নির্যাস হল, গ্র্যাচুইটি ও পেনশন দিতে দেরি হলে, সরকারকে সেই অর্থের সঙ্গে সুদ দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =