ফের হাইকোর্টে ঝুলেই থাকল ফিরহাদ হাকিমের মেয়র ভাগ্য

কলকাতা: মেয়র পদে ফিরহাদ হাকিমের নিয়োগ ও পুর-আইন সংশোধনকে কেন্দ্র করে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর বিলকিস বেগম৷ গত সপ্তাহে সিপিআইএমের কাউন্সিলর বিলকিস বেগমের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট৷ইতিমধ্যেই মামলা গ্রহণ করেছে আদালত৷ চলতি সপ্তাহেই মামলার শুনানি হওয়ার কথা৷ কলকাতা হাইকোর্টে মামলা খারিজ হতেই পালটা

ফের হাইকোর্টে ঝুলেই থাকল ফিরহাদ হাকিমের মেয়র ভাগ্য

কলকাতা: মেয়র পদে ফিরহাদ হাকিমের নিয়োগ ও পুর-আইন সংশোধনকে কেন্দ্র করে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর বিলকিস বেগম৷ গত সপ্তাহে সিপিআইএমের কাউন্সিলর বিলকিস বেগমের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট৷ইতিমধ্যেই মামলা গ্রহণ করেছে আদালত৷ চলতি সপ্তাহেই মামলার শুনানি হওয়ার কথা৷

কলকাতা হাইকোর্টে মামলা খারিজ হতেই পালটা পুর সংশোধনী আইনের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন বিলকিস বেগম৷ এর আগে মামালর শুনানিতে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, ‘সংবিধান অনুযায়ী মেয়রকে নির্বাচিত কাউন্সিলর হতে হয়’। কিন্তু, কলকাতা পুরসভার পক্ষে আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায় বলেন, ‘মিউনিসিপালিটি নির্বাচন সম্পূর্ণ রাজ্য আইনসভার ক্ষমতাধীন। সেখানে কোর্ট নাক গলাতে পারে না’।

প্রসঙ্গত শোভন চট্টোপাধ্যায় মেয়রের পদ থেকে ইস্তফা দেওয়ার পরই রাজ্য সরকার ১৯৮০ সালের কলকাতা পুর আইনে সংশোধনী আনে। মামলাকারীর অভিযোগ, রাজ্য সরকার বিশেষ উদ্দ্যেশ্য নিয়ে পুর আইনে সংশোধনী এনেছে। এমনকী, পুর আইনে সংশোধনী আনার জন্য নেওয়া হয়নি রাষ্ট্রপতির অনুমোদনও। তাই মেয়র নির্বাচনে স্থগিতাদেশ জারি করার আবেদন জানান মামলাকারী। কিন্তু মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *