এবার গঙ্গাসাগর ও বইমেলায় পোর্টেবেল সেল টাওয়ার বসাচ্ছে রাজ্য

তিয়াষা গুপ্ত: পোর্টেবেল সেসলুলার নেটওয়ার্ক প্রোভাইডার-অভিনব এক ব্যবস্থার নাম। এই নেটওয়ার্ক প্রোভাইডার বসানো হয়েছিল ২০১৭ সালে সল্টলেক স্টেডিয়ামে ফিফা ওয়ার্ল্ড কাপের সময়। আরো বড় আকারে এই নেটওয়ার্ক প্রোভাইডার বসানো হবে কলকাতা বইমেলা ও গঙ্গাসাগর মেলায়। সম্প্রতি তথ্য প্রযুক্তি বিভাগের আধিকারিকরা বিভিন্ন সেল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই ধরণের সিদ্ধান্ত হয়। বইমেলা ও গঙ্গাসাগর

এবার গঙ্গাসাগর ও বইমেলায় পোর্টেবেল সেল টাওয়ার বসাচ্ছে রাজ্য

তিয়াষা গুপ্ত: পোর্টেবেল সেসলুলার নেটওয়ার্ক প্রোভাইডার-অভিনব এক ব্যবস্থার নাম। এই নেটওয়ার্ক প্রোভাইডার বসানো হয়েছিল ২০১৭ সালে সল্টলেক স্টেডিয়ামে ফিফা ওয়ার্ল্ড কাপের সময়। আরো বড় আকারে এই নেটওয়ার্ক প্রোভাইডার বসানো হবে কলকাতা বইমেলা ও গঙ্গাসাগর মেলায়।

সম্প্রতি তথ্য প্রযুক্তি বিভাগের আধিকারিকরা বিভিন্ন সেল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই ধরণের সিদ্ধান্ত হয়। বইমেলা ও গঙ্গাসাগর মেলার মতো বিশাল ইভেন্টে প্রচুর মানুষ আসেন। ফলে এখানে মোবাইল টাওয়ার কনজেশন ও কল ড্রপস একটা বড় সমস্যা। এই সমস্যা মেটাতেই সেল অন হুইলস (কাউ) –নামে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, সেল ফোন অপারেটাররা এই ধরণের ব্যবস্থা আয়োজনে রাজি হয়েছে। কাউ হল এক ধরণের ভ্রাম্যমান সেলুলার নেটওয়ার্ক ব্যবস্থা। সরকার এই টাওয়ার ইনস্টল করে দেবে। পরিষেবা দেওয়ার কাজ করবে সেল সংস্থাগুলি।

বিধাননগর পুলিশকে কলকাতা বইমেলায় এই ধরণের টাওয়ার বসাতে সাহায্য করার অনুরোধ জানানো হয়েছে। গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগণা প্রশাসন মোবাইল সার্ভিস প্রোভাইডার ও টাওয়ার কোম্পানিগুলির সঙ্গে একযোগে কাজ করবে। ইনস্টলেশনের কাজ হয়ে যাওয়ার পরে এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।

গঙ্গাসাগর মেলায় এসে মানুষ যাতে মোবাইল পরিষেবা নিয়ে নাজেহাল না হন, তাই এই ব্যবস্থা। গঙ্গাসাগরকে কেন্দ্র করে বিভিন্ন সময় পর্যটন ঘুরে দাঁড়িয়েছে। তার ওপর মেলা মানেই মানুষের সমাগম। কলকাতা বইমেলায় বইকে কেন্দ্র করে পায়ে পায়ে মানুষের ভিড় জমে। মেলার মাঠে তিলধারণের জায়গা থাকে না। কিন্তু আজকের ব্যস্ততার সময়ে মোবাইল প্রতিমুহূর্তের আবশ্যিক বস্তু। তাই এর পরিষেবা অবাধ করতে এই উদ্যোগে মানুষের সুবিধা হবে। এই উদ্যোগ যদি বইমেলা ও গঙ্গাসাগর মেলার মতো বড় ইভেন্টে সাফল্য পায়, তাহলে আগামী দিনে অন্য কোনো জায়গায় যে এর ব্যবহার দেখা যাবে, তা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *