“একবার অরিজিৎ-এর পা ছুঁতে চাই”, স্বপ্ন ‘দোল দোল দোল’ গেয়ে ভাইরাল আকাশের

“একবার অরিজিৎ-এর পা ছুঁতে চাই”, স্বপ্ন ‘দোল দোল দোল’ গেয়ে ভাইরাল আকাশের

কলকাতা: অরিজিতের সুরের মাদকতায় বুঁদ তাঁর লাখো অনুরাগী৷ সম্প্রতি তাঁর গলায় বংলা গান ঝড় তুলেছে বাঙালি হৃদয়ে৷ এরই মধ্যে ভাইরাল ‘দোল দোল দোল তোল পাল তোল’৷ না, অরিজিতের কন্ঠে নয়৷ বরং সাদা-কালো ফ্রেমে এক যুবক গেয়ে চলেছে সেই গান৷ সঙ্গে ছোট্ট বার্তা, “গুরুদেবকে অনুকরণের চেষ্টা। ভুল-ত্রুটি মার্জনা করবেন।” কিন্তু প্রশ্ন উঠেছে কে এই যুবক? 

আরও পড়ুন- তাঁর কণ্ঠে জীবত কেকে! ট্রেনের কামরায় গান গেয়ে ভাইরাল মিলন

অনেক খোঁজের পর প্রকাশ্যে ওই যুবকের পরিচয়৷ জানা গেল তাঁর নাম আকাশ কুমার দাস৷ পেশায় পোস্ট মাস্টার৷ গত দুই বছর ধরে হরিহরপুর উপ ডাকঘরে কর্মরত। বাড়ি পশ্চিম  মেদিনীপুরের ডেবরা ব্লকের বহুলাশিনীতে। ছোট থেকেই গানের ভক্ত আকাশ৷ কাকুর হাত ধরে সুরের হাতেখড়ি৷ শুরু  সঙ্গীত সাধনা। তাঁর মন জুড়ে রয়েছে পুরনো দিনের গান৷ সেই সঙ্গে তিনি অরিজিৎ সিংয়ের একনিষ্ট ভক্ত। অরিজিতের কণ্ঠে ‘দোল দোল দোল’ গানটি ভাইরাল হওয়ার পর আর নিজেকে আটকে রাখতে পারেননি আকাশ। গানটি গেয়েই ফেলেন তিনি৷ আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল৷ 

এত ভালো গানের গলা৷ তবু কেন সুরের জগত ছেড়ে সম্পূর্ণ ভিন্ন একটি পেশা বেছে নিলেন আকাশ? শিল্পীর কথায়, “চার বছর বয়স থেকে কাকুর কাছে গানের চর্চা শুরু। একইসঙ্গে পড়াশোনা চালিয়ে গিয়েছি। জুলজিতে নিয়ে স্নাতক পাশ করার পরেই এই চাকরিটা পেয়ে যাই। মধ্যবিত্ত পরিবারের সন্তান। সেই কারণেই কাজটা নিয়েছিলাম। তবে শিল্পীর সম্মান পাওয়ার স্বপ্নটা আজও রয়ে গিয়েছে।” তাঁর কাছে অরিজিৎ সিং গুরু৷ তাঁর স্বপ্ন, একবার অরিজিতের সঙ্গে দেখা করা৷ আকাশের কথায়, ‘‘এবার ওঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই৷’’

আকাশ জানান, বেশ কয়েক বছর ধরেই ট্র্যাক মিউজিকে গলা মেলাচ্ছেন তিনি। এই গানের মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যাবেন, তা কখনও ভাবেননি৷ তবে ভাইরাল হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় আকাশের ভক্তের সংখ্যা হু হু করে বেড়েছে। ফেসবুকে আকাশের ফলোয়ার্সের সংখ্যা প্রায় ছয় হাজার। তবে তিনি খুন একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ নন৷ বরং পরিবার, কাজ আর গান নিয়ে থাকতেই ভালোবাসেন৷ এখনও মনের মানুষ খুঁজে পাননি বলেও জানান এই তরুণ শিল্পী৷