জট কাটলো না অ্যাপ ক্যাব সমস্যার, ভেস্তে গেল পরিবহণ দফতরের বৈঠক

কলকাতা: জট কাটলো না অ্যাপ ক্যাব সমস্যার৷ ভেস্তে গেল পরিবহণ দফতরের বৈঠক। আজ, দুপুুরে ওলা-উবের সহ সমস্ত অনলাইন ক্যাব অপারেটরদের ডেকে বৈঠক ডাকা হয়৷ কিন্তু, বৈঠক চালাকালীন বৈঠক ছেড়ে বেড়িয়ে যান উবেরে কর্তারা৷ ফলে, তৈরি হয় জটিলতা৷ ভেস্তে যায় গোটা বৈঠক৷ অভিযোগ, রাজ্য সরকারের তরফে যে সব সুযোগ-সুবিধা দেওয়ার কথা ছিল অনলাইন ক্যাব অপারেটরদের, তা

জট কাটলো না অ্যাপ ক্যাব সমস্যার, ভেস্তে গেল পরিবহণ দফতরের বৈঠক

কলকাতা: জট কাটলো না অ্যাপ ক্যাব সমস্যার৷ ভেস্তে গেল পরিবহণ দফতরের বৈঠক। আজ, দুপুুরে ওলা-উবের সহ সমস্ত অনলাইন ক্যাব অপারেটরদের ডেকে বৈঠক ডাকা হয়৷ কিন্তু, বৈঠক চালাকালীন বৈঠক ছেড়ে বেড়িয়ে যান উবেরে কর্তারা৷ ফলে, তৈরি হয় জটিলতা৷ ভেস্তে যায় গোটা বৈঠক৷

অভিযোগ, রাজ্য সরকারের তরফে যে সব সুযোগ-সুবিধা দেওয়ার কথা ছিল অনলাইন ক্যাব অপারেটরদের, তা এখনও দেওয়া হয়নি৷ উৎসবের মরশুমে তিন দিন পরিষেবা বন্ধ রেখে ধর্মঘটের নামেন ওলা, উবের কয়েকশো ক্যাব চালক৷ বৃহস্পতিবার সকালে পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে৷ আন্দোলনকারীরা ট্যাক্সি থেকে যাত্রীদের নামিয়ে দেয় অভিযোগ৷ এক মহিলা যাত্রীকে রুবির মোড়ে গাড়ি থেকে টেনে হেঁচড়ে নামানো হয়৷ অসুস্থ হয়ে পড়েন তিনি৷ একই সঙ্গে এদিন আন্দোলনকারীরা রুবির মোড় অবরোধ করেন৷ পরে পুলিশ পৌঁছে ১০জন চালকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ পুলিশের সামনেই ক্যাব চালকদের গুন্ডাগিরি। অন্য ক্যাব লক্ষ্য করে ইট ছোড়া হল ইএম বাইপাসে।

চালকদের দাবি, কথায় কথায় তাঁদের আইডি বন্ধ করে দেওয়া হচ্ছে৷ এমনকী, গাড়িতে যাত্রীকে মদ্যপান বা ধূমপান ইত্যাদি অভব্য আচরণে বাধা দিলেও চালকের বিরুদ্ধে কোম্পানির কাছে অভিযোগ জানান যাত্রীরা৷ কিন্তু চালকের বক্তব্য না শুনেই, শুধু সেই অভিযোগের ভিত্তিতে চালকের আইডি ব্লক করে দিচ্ছে ওলা-উবের৷ফলে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন চালকরা৷ প্রতি কিলোমিটার ওলা ও উবের ১৫ টাকা করে নেয়৷কিন্তু চালকরা কিলোমিটারে ১০ টাকা করে পান৷ এটিও ধর্মঘট ডাকার একটি কারণ বলে জানিয়েছেন চালকরা৷

উৎসবে মুখে ওলা, উবের ধর্মঘটের জেরে চূড়ান্ত দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে৷ শহর কলকাতার ট্যাক্সি নিয়ন্ত্রক সংস্থাকে চিঠি পাঠিয়ে ধর্মঘটে নেমেছেন প্রায় পাঁচ হাজার ওলা, উবের চালক৷ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আগামী তিন দিন পথে নামেনি অন্তত পাঁচ হাজার ওলা, উবেরের গাড়ি৷ ফলে, এই সুযোগ ভাড়া চড়াতে শুরু করেছেন হলুদ ট্যাক্সি চালকরা৷ অভিযোগ, বিমানবন্দরে গাড়ি থাকলেও গাড়ি পার্কিংয়ের স্লিপ দেওয়ার কেউ নেই। এরফলে যাত্রীদের থেকে অতিরিক্ত ১০০ টাকা করে নিচ্ছেন চালকরা। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করলে বুকিং বাতিল করতে বলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *