কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছিল। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে তাঁর মামলার শুনানি ছিল এবং এই শুনানিতে তিনি কেঁদে ফেলেন। আদালতে কাঁদতে কাঁদতে তিনি তাঁর শারীরিক অসুস্থতা সম্পর্কে জানান। কিন্তু ঠিক কী কী অসুখ তাঁর আছে, সেই বিষয়ে জানিয়েছেন অর্পিতার আইনজীবী।
আরও পড়ুন- এখনই সঠিক বিচার হবে না, বিজেপি নেতার করা মামলার প্রেক্ষিতে দাবি এজি’র
আদালতে এদিন অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী প্রথমে জানান যে তাঁর মক্কেলের স্ত্রীরোগজনিত সমস্যা আছে। পেটে ব্যথা হচ্ছে। এমনকি এও দাবি করেন যে, জেলে তাঁকে শুধুমাত্র পেনকিলার দেওয়া হচ্ছে। কিন্তু তাঁর চিকিৎসার প্রয়োজন আছে। তবে শুধু স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যাই নয়, আরও একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন অর্পিতা। তাঁর আইনজীবী জানিয়েছেন, অর্পিতার মাঝে মাঝে বুকে যন্ত্রণা হচ্ছে, অন্যদিকে স্পাইনাল কর্ডে ব্যথা রয়েছে। আবার অতীতে কস্মেটিক সার্জারি করার ফলে সৃষ্টি হওয়া কিছু সমস্যাও আছে যার চিকিৎসা হচ্ছে না বলে দাবি করেছেন আইনজীবী।
” style=”border: 0px; overflow: hidden”” title=”লক্ষ্মীর ভাণ্ডার এবার ত্রিপুরাতেও? TMC publishes party manifesto in Tripura” width=”853″>
প্রসঙ্গত, এদিন শুনানিতে অর্পিতা আবার নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন। জানিয়েছেন, তিনি রাজনীতি করেন না, করতেন না, তাও তিনি ষড়যন্ত্রের শিকার। কেন, তিনি সেটা বুঝতে পারছেন না। আর পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, তিনি মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছেন বলেই মনে হচ্ছে। এমনকি তাঁর সামাজিক সম্মান নষ্ট হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।