ব্রিগেডের প্রস্তুতি শুরু তৃণমূলের, কী চমক ছাকছে জানেন?

খুঁটিপুজোর মাধ্যমে ব্রিগেডের মঞ্চ বাঁধার কাজ শুরু হল। তদারকিতে হাজির তৃণমূলের শীর্ষনেতৃত্ব। লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটে কারা থাকবেন তার উত্তর মিলবে ব্রিগেড থেকেই। ১৯ জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশ। চলতি বছরের লোকসভা নির্বাচনে দলের লড়াইয়ের সুর সেদিন বেঁধে দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজ্য থেকে বেশ কয়েকটি দলের নেতারা সেদিন ব্রিগেডের মঞ্চে উপস্থিত থাকবেন। মঞ্চে

ব্রিগেডের প্রস্তুতি শুরু তৃণমূলের, কী চমক ছাকছে জানেন?

খুঁটিপুজোর মাধ্যমে ব্রিগেডের মঞ্চ বাঁধার কাজ শুরু হল। তদারকিতে হাজির তৃণমূলের শীর্ষনেতৃত্ব। লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটে কারা থাকবেন তার উত্তর মিলবে ব্রিগেড থেকেই। ১৯ জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশ। চলতি বছরের লোকসভা নির্বাচনে দলের লড়াইয়ের সুর সেদিন বেঁধে দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজ্য থেকে বেশ কয়েকটি দলের নেতারা সেদিন ব্রিগেডের মঞ্চে উপস্থিত থাকবেন।

মঞ্চে বিজেপি বিরোধী দলগুলিকে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তৃণমূলনেত্রী। সেখানে চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে মুলায়ম সিং যাদব, কেসিআর, কেজরিওয়াল সহ বহু বিশিষ্ট ব্যক্তিদের থাকার সম্ভাবনা প্রবল। দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার মন্ত্রটি সেদিন ব্রিগেডের মঞ্চ থেকেই দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের অনুকরণে ব্রিগেডের খুঁটিপুজো হয়ে গেল সোমবার। উপস্থিত ছিলেন সুব্রত বকসি, শোভনদেব চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার।

ব্রিগেডে এবার ৫ টি মঞ্চ থাকছে। মূল মঞ্চটি ১০০ ফুট লম্বা এবং ৪৫ ফুট চওড়া হবে। এর উচ্চতা থাকবে ১২ ফুট। মূল মঞ্চের ডান এবং বাম দুদিকেই দুটি করে মঞ্চ থাকবে। মূল মঞ্চে বিভিন্ন রাজ্য থেকে আসা বিশিষ্ট অতিথিরা থাকবেন। এছাড়া পাশের চারটি মঞ্চে তৃণমূলের কাউন্সিলর, বিধায়ক এবং সাংসদরাও থাকবেন। জেলা সভাপতিদের বসার জন্যও এবারের থাকছে বিশেষ ব্যবস্থা।থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থাও। সম্পূর্ণ মঞ্চটি লোহার কাঠামো দিয়ে তৈরি করা হবে। এবারের ব্রিগেড থেকেই বিজেপি বিরোধী জোটের ডাক দেবেন তৃণমূলনেত্রী। এই জোটে কারা থাকবেন তার আভাস মিলবে ব্রিগেড থেকেই। তাই ব্রিগেডের দিকেই তাকিয়ে রাজ্য তথা দেশবাসী, মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *