রাজ্যে ফের টাটা, অফিস খুলছে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’, শিল্প-চাকরির হদিশ দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে ফের টাটা, অফিস খুলছে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’, শিল্প-চাকরির হদিশ দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: রাজ্যে শিল্প নেই বলে বারংবার কটাক্ষ করে বিরোধীরা। বহু দিন ধরেই এই নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে যাচ্ছে তারা। কিন্তু একাধিকবার বিভিন্ন ঘোষণা করে শিল্প নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারও তার ব্যতিক্রম হল না বরং বড় ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ফের আসছে টাটা। শুধু তাই নয়, বহু চাকরি হবে আগামী দিনে, সেও বার্তা মিলল তাঁর থেকে। 

আরও পড়ুন- কোথায় কেষ্ট-কন্যা? বোলপুর ছেড়েছেন, পৌঁছলেন না দিল্লি, ইমেল পাঠিয়ে অন্তরালে সুকন্যা

বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সাংবাদিক সম্মেলন থেকে তিনি জানান, ঝাড়খণ্ডের টাটানগর থেকে সংস্থা সরিয়ে এনে খড়গপুরে কারখানা খুলতে চলেছে ‘টাটা হিতাচি’। পাশাপাশি ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ এবার অফিস খুলছে কলকাতায়। সেখানে ৩০ হাজার চাকরি তৈরি হবে বলেই দাবি করেন মমতা। একই সঙ্গে জানান, ৩৫ লক্ষ বর্গ ফুট জমি দেওয়া হচ্ছে তাদের, মউ স্বাক্ষর হবে শীঘ্রই। চাকরি নিয়ে আরও সুখবর দেন মুখ্যমন্ত্রী। জানান, এমএসএমই-তে ১ লক্ষ ১৪ হাজার লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। তার ফলে ৪১ লক্ষ মানুষের নতুন চাকরি হবে।