রাষ্ট্রপতিকে বঙ্গে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী, বিকেলে নাগরিক সংবর্ধনা

রাষ্ট্রপতিকে বঙ্গে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী, বিকেলে নাগরিক সংবর্ধনা

কলকাতা: পশ্চিমবঙ্গে দু’দিনের সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি পদে নিযুক্ত হওয়ার পর এই প্রথম তাঁর কলকাতা সফর। বেলা ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিমানবন্দরে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। এরপর বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির চপার রেসকোর্সে নামলে সেখানে তাঁকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরীয় এবং পুষ্প স্তবক দিয়ে তাঁকে স্বাগত জানান মমতা। রেসকোর্স থেকে নেতাজি ভবন, নিজের পরের গন্তব্যে পৌঁছে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

আরও পড়ুন- ধেয়ে আসছে কালবৈশাখী, দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আকাশ?

সরকারি সূত্রে খবর, নেতাজি ভবন থেকে জোড়াসাঁকো যাবেন রাষ্ট্রপতি। তারপর সেখান থেকে রাজভবনে পৌঁছে মধ্যাহ্নভোজ করবেন তিনি। বিকেলে যাবেন নেতাজি ইন্ডোরে। রাজ্য সরকারের তরফে রাষ্ট্রপতি মুর্মুকে সেখানেই নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। রাষ্ট্রপতির এই প্রথম বঙ্গ সফরের জন্য শহরের একাধিক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার বিভিন্ন জায়গায় যান চলাচলে হ্রাস টানা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। মঙ্গলবার করা হবে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সপ্তাহের শুরুতেই শহরে যানজটের আশঙ্কায় যাত্রীরা।