বাংলা ও ওড়িশার দিকে ধেয়ে আসছে সাইক্লোন পিথাই! দক্ষিণে জারি রেড অ্যালার্ট

কলকাতা: দুর্যোগ যেন কাটছেই না৷ গাজার পরে এবার দাক্ষিণ ও পূর্বে থাবা বসাতে ধেয়ে আসছে পিথাই৷ ক্রমশ বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপটি গভীর সাইক্লোনে পরিণত হচ্ছে৷ দক্ষিণ-পূর্ব চেন্নাই উপকূল থেকে ঘূর্ণিঝড় পড়ার পর আগে ওড়িশার দিকে সরে আসছে৷ বাংলার সঙ্গে দূরত্ব কমবে৷ ফলে, ১৭ ও ১৮ ডিসেম্বর ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই ২৪ পরগনা, হাওড়া ও

বাংলা ও ওড়িশার দিকে ধেয়ে আসছে সাইক্লোন পিথাই! দক্ষিণে জারি রেড অ্যালার্ট

কলকাতা: দুর্যোগ যেন কাটছেই না৷ গাজার পরে এবার দাক্ষিণ ও পূর্বে থাবা বসাতে ধেয়ে আসছে পিথাই৷ ক্রমশ বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপটি গভীর সাইক্লোনে পরিণত হচ্ছে৷ দক্ষিণ-পূর্ব চেন্নাই উপকূল থেকে ঘূর্ণিঝড় পড়ার পর আগে ওড়িশার দিকে সরে আসছে৷ বাংলার সঙ্গে দূরত্ব কমবে৷ ফলে, ১৭ ও ১৮ ডিসেম্বর ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এখনও পর্যন্ত বাংলার জন্য দমকা বাতাসের সতর্কতা নেই৷

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সাইক্লোনটি ক্রমাগত শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে চলেছে৷ আগামি রবি স্থলভূমিতে ঢুকে পড়বে৷ ফলে রবিবার ও সোমবার তামিলনাডু, অন্ধ্রপ্রেদশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ একই সঙ্গে ঘূর্ণিঝড় ওড়িশার দিকে সরে আসতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে৷ ফলে, বাংলার সঙ্গে দূরত্ব কমবে বলেও আশঙ্কা৷ এখনও পর্যন্ত বাংলায় কোনও সতর্কতা জারি না হলেও ইতিমধ্যেই অন্ধপ্রদেশ সরকার উপকূলবর্তী জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করেছে৷ সেখানকার আঙ্গোল ও কাকিনাড়ায় ব্যাপক বৃষ্টিপাত ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এদিকে, বঙ্গোপসাগরের এই নিম্নচাপের দাপটে শীত উধাও পশ্চিমবঙ্গেও। নিম্মচাপের প্রভাব কাটলেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 10 =