রেমালের দাপটে ভরা জ্যৈষ্ঠে পারদ নামল ৩০-এর নীচে, সবচেয়ে ভারী বৃষ্টি কোথায়?

কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের ঝাপটায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শুরু হয়েছে অতি ভারী বৃষ্টি। কোনও কোনও জায়গায় আবার রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। রবিবার রাত থেকেই…

কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের ঝাপটায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শুরু হয়েছে অতি ভারী বৃষ্টি। কোনও কোনও জায়গায় আবার রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। রবিবার রাত থেকেই শুরু হয়েছে দুর্যোগ৷ ঝড়বৃষ্টির জেরেই এক ধাক্কায় রবিবার রাতে গোটা রাজ্যে তাপমাত্রা কমে গেল অনেকটা। ভরা জ্যৈষ্ঠে রাতের পারদ নামল ৩০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। রবিবার রাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মালদহে -২৭.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।

 

কোথাও ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হলেই তা ভারী বৃষ্টি বলে গণ্য করা হয়। বৃষ্টির পরিমাণ ১২০ থেকে ২০০ মিলিমিটার হলে তা অতি ভারী বৃষ্টি বলে ধরা হয়৷ সেখানে রবিবার সকাল ১১টা থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ১৬৮.১ মিলিমিটার৷ রবিবার মধ্যরাতে বাংলাদেশের মোংলার কাছে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড় রেমাল। তার প্রভাবেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি। রেহাই পায়নি উত্তরবঙ্গও৷  তবে সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব চেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাগরদ্বীপে। সেখানে বৃষ্টির পরিমাণ ১৮১.৪ মিলিমিটার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *