পুরসভা দুর্নীতি ইস্যুতেও হাইকোর্টে ধাক্কা রাজ্যের, মামলাই শুনল না ডিভিশন বেঞ্চ

পুরসভা দুর্নীতি ইস্যুতেও হাইকোর্টে ধাক্কা রাজ্যের, মামলাই শুনল না ডিভিশন বেঞ্চ

কলকাতা: পুরসভার নিয়োগ দুর্নীতি ইস্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে এই মামলা তাঁর এজলাস থেকে সরে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনিও অবশ্য আগের নির্দেশ বহাল রাখেন। তাই রাজ্য সরকারের তরফ থেকে সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছিল। কিন্তু সেখানেও তারা ধাক্কা খেল। রাজ্যের আর্জিই শুনল না ডিভিশন বেঞ্চ। 

পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত বিষয়ে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে মামলাটি এই বেঞ্চের বিচার্য বিষয়ের তালিকায় পড়ে না। তাই এই মামলার শুনানি সম্ভব নয়। সেই প্রেক্ষিতেই এই মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে পাঠানো হয়েছে। এর আগে রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছিলেন, ইডির আবেদনের ভিত্তিতে পুরসভার দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। আদতে পুরসভার মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারাধীন বিষয়ই ছিল না। তাই তিনি কী ভাবে এই নির্দেশ দিতে পারেন, এই প্রশ্ন তুলেছিলেন এজি।