দুর্নীতির মাস্টারমশাই হলেন পার্থ, বাকিরা ছাত্র! আদালতে বিস্ফোরক ইডি

দুর্নীতির মাস্টারমশাই হলেন পার্থ, বাকিরা ছাত্র! আদালতে বিস্ফোরক ইডি

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর ইডি এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে এসেছে। তাঁদের মূল দাবি, তিনি প্রভাবশালী এবং দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িত। এবার আদালতে আরও বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারা জানাল, আসলে পার্থ চট্টোপাধ্যায় হচ্ছেন দুর্নীতির মাস্টারমশাই! একই সঙ্গে তাঁদের দাবি, সীমাহীন দুর্নীতি হয়েছে রাজ্যের শিক্ষাক্ষেত্রে। 

আরও পড়ুন- ‘আমাদের জেলে পাঠিয়ে দিন, অন্তত উপোস করতে হবে না’, আদালতে কাতর আর্জি গ্রুপ সি’র চাকরিহারাদের

আদালতে প্রথম থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে এসেছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথা অনুযায়ী, তিনি নিয়োগ কর্তা নন, ছিলেন না। তিনি শুধু বোর্ডে ছিলেন। এদিকে তাঁর আইনজীবীও প্রশ্ন তুলেছে যে, কেউ ওএমআর শিট তৈরি করেছে, কেউ প্রশ্নপত্র। এখানে মন্ত্রী কী করবেন?  কিন্তু কোনও কিছুতেই আমল দিতে রাজি নয় ইডি। তারা স্পষ্ট দাবি করেই বলছে, তারা ছোটখাটো নয়  সীমাহীন এক সোনার খনিতে প্রবেশ করেছে। আর এই যে দুর্নীতি হয়েছে তার মাস্টারমশাই পার্থ চট্টোপাধ্যায়, বাকিরা শুধু ছাত্র। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই নয়া দাবির পর পার্থর জেলমুক্তি যে নিকট ভবিষ্যতেও হবে না তা পরিষ্কার হল।