কলকাতা: হজে গিয়ে পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। সেই ঘটনায় এবার ডিআইজি সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই তদন্তের নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবী প্রসাদ দে। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, আগামী চার সপ্তাহ পর এই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে আদালতে।
সৌদি আরবে বসে বাংলার পঞ্চায়েত নির্বাচনের জন্য তৃণমূল প্রার্থী হিসেবে ওই ব্যক্তি মনোনয়ন জমা করেছিলেন। সেই মনোনয়ন বাতিল করা হয় পরবর্তী সময়ে। তবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রের তরফেও দাবি করা হয় যে, এটি একটি বৃহত্তর ষড়যন্ত্র। এছাড়া ওই ব্যক্তি আদৌ মনোনয়ন জমা দিয়েছিলেন নাকি অন্য কেউ তার নামে জমা দিয়েছেন, সেটাও পরিষ্কার নয়। তাই এখন কড়া পদক্ষেপ নিতে কার্যত বাধ্য হয়েছে আদালত।
হাইকোর্টের পূর্ব পর্যবেক্ষণ ছিল, যে ব্যক্তি এই মনোনয়ন পত্র গ্রহণ করেছেন তিনি খুবই হালকাভাবে নিয়েছেন বিষয়টিকে। স্ক্রুটিনিও ঠিকভাবে হয়নি। এই প্রেক্ষিতেই পঞ্চায়েত রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। তবে আপাতত কোনও কেন্দ্রীয় সংস্থা এই ঘটনার তদন্ত করবে না বলে জানিয়েছিল আদালত। কোন তদন্তকারী সংস্থা এই তদন্ত করবে, তা পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন এটাই দেখার ডিআইজি সিআইডি’র তদন্তে ঠিক কী তথ্য উঠে আসে।