এফআইআর-এ আদালতের অনুমতি লাগবে না! ডিভিশন বেঞ্চে ধাক্কা শুভেন্দুর

এফআইআর-এ আদালতের অনুমতি লাগবে না! ডিভিশন বেঞ্চে ধাক্কা শুভেন্দুর

কলকাতা: বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালত থেকে রক্ষাকবচ পেয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা ২৬টি এফআইআর-এ স্থগিতাদেশ দেয়। একই সঙ্গে জানায়, নতুন মামলা করতে গেলেও আদালতের অনুমতি নিতে হবে। কিন্তু এখন শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ প্রত্যাহার করল ডিভিশন বেঞ্চ। এতএব হাইকোর্ট থেকে ধাক্কা খেলেন বিজেপি নেতা। 

বৃহস্পতিবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে জানায়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে পারবে পুলিশ। তবে অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে হবে। অভিযোগ গ্রহণযোগ্য মনে হলে এফআইআর করা যাবে। পাশাপাশি তদন্তে সহযোগিতা করতে হবে বিরোধী দলনেতাকে। যদিও আপাতত সুমন সিংহের করা একটি জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক মাস পরে আবার এই মামলার শুনানি রয়েছে। 

আসলে রাজের পঞ্চায়েত ভোটে অশান্তি ছড়ানো ও রাজনৈতিক হিংসায় মদত দেওয়ার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়েছিল। তাঁর মন্তব্য এবং কয়েকটি সাংবাদিক সম্মেলনের ভিডিও ফুটেজ, ব্যক্তব্যর নথি তুলে ধরে মামলা করা হয়। শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ, বেশ কয়েকটি দলীয় সভায় তিনি বিজেপি কর্মীদের কখনও ব্যালট বক্স ছিনিয়ে জলে ফেলার পরামর্শ দিয়েছেন আবার কখনও রাজ্যে এমন অশান্তি করতে বলেন যাতে ৩৫৫ ধারা লাগু করা যায়। মামলাকারীর বক্তব্য ছিল, পুলিশ হাইকোর্টের নির্দেশে কোন এফআইআর করতে পারছে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়া সত্বেও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *