চিটফান্ড কাণ্ডে গ্রেপ্তার সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়: সূত্র

কলকাতা: চিটফান্ডকাণ্ডে বড় মোড়৷ সিবিআইয়ের হাতে গ্রেপ্তার সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়৷ বেআইনি অর্থলগ্নি সংস্থা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর৷ সূত্রের খবর, শুক্রবার তাঁকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হতে পারে৷ তবে সিবিআইয়ের তরফে এখনও তাঁকে গ্রেপ্তারির কথা সরকারি ভাবে জানানো হয়নি৷ এই নিয়ে চিটফান্ড কাণ্ডে দুই প্রভাবশালী সাংবাদিককে গ্রেপ্তার করল সিবিআই৷ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত

চিটফান্ড কাণ্ডে গ্রেপ্তার সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়: সূত্র

কলকাতা: চিটফান্ডকাণ্ডে বড় মোড়৷ সিবিআইয়ের হাতে গ্রেপ্তার সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়৷ বেআইনি অর্থলগ্নি সংস্থা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর৷ সূত্রের খবর, শুক্রবার তাঁকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হতে পারে৷ তবে সিবিআইয়ের তরফে এখনও তাঁকে গ্রেপ্তারির কথা সরকারি ভাবে জানানো হয়নি৷ এই নিয়ে চিটফান্ড কাণ্ডে দুই প্রভাবশালী সাংবাদিককে গ্রেপ্তার করল সিবিআই৷

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, বেআইনি অর্থলগ্নি সংস্থা মামলায় জেরার জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন বাংলার কিংবদন্তি সাংবাদিক সুমন৷ সূত্রের খবর, জেরায় বেশ কিছু অসঙ্গতি দেখা দেওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়৷ এর আগেও একই মামলায় অন্তত চারবার সুমনকে তলব করে সিবিআই৷ কিন্তু, হাজিরা এড়িয়ে যান তিনি৷ আজ দীর্ঘক্ষণ জেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয় বলে সূত্রের খবর৷

সুমন চট্টোপাধ্যায়ের মালিকানাধীন ‘একদিন’ পত্রিকার সঙ্গে চিটফান্ড সংস্থা আইকোর মোটা টাকার বিনিময়ে একটি চুক্তি হয়৷ এরপর পত্রিকাটির নাম হয়, ‘আইকোর একদিন’। অভিযোগ, সুমন চট্টোপাধ্যায় আইকোর-এর থেকে বেআইনিভাবে টাকা নিয়েছিলেন৷

চিটফান্ড কাণ্ডে আগেই গ্রেপ্তার হয়েছেন আইকোর-এর মালিক অনুকুল মাইতি। তাঁকে জেরা করেই সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে বলে খবর৷ এছাড়া, সরদা চিটফান্ড থেকেও ৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এই সাংবাদিকের বিরুদ্ধে৷ ২০১৪ সালে সারাদা মামলায় সুমন চট্টোপাধ্যায়কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *