জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য পরীক্ষা হল কম্যান্ড হাসপাতালেই, এবার হাইকোর্টের দ্বারস্থ হাসপাতাল কর্তৃপক্ষ

জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য পরীক্ষা হল কম্যান্ড হাসপাতালেই, এবার হাইকোর্টের দ্বারস্থ হাসপাতাল কর্তৃপক্ষ

jyotipriya

কলকাতা:নিম্ন আদালতে আর্জি খারিজ হয়ে যাওয়ায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার কলকাতা হাইকোর্টে হাসপাতাল কর্তৃপক্ষ আবেদনে জানিয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসক করতে পারবেন না তাঁরা। বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে। তবে নিম্ন আদালতের নির্দেশ থাকায় বুধবার জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য পরীক্ষা যথারীতি কম্যান্ড হাসপাতালেই হয়েছে। এদিন হাইকোর্টে আবেদনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সেনার সঙ্গে যুক্ত নন, এমন কোনও নাগরিককে সেখানে চিকিৎসার জন্য যেন না পাঠানো হয়।

বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। এদিন  হাসপাতালের তরফে আইনজীবী অনামিকা পাণ্ডে বলেন, ‘‘এই হাসপাতাল রয়েছে সেনার চিকিৎসার জন্য। তাই সাধারণ নাগরিকদের যাতে কম্যান্ড হাসপাতালে ভর্তি করানো না হয়, সেই আবেদন এনেই মামলা করা হয়েছে। বাইরের রোগী এলে হাসপাতালের উপর বাড়তি চাপ তৈরি হয় পড়ে। এতে চিকিৎসায় সমস্যা হয়। সেই কারণেই এই মামলাটি করা হল।’’

রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ব্যাঙ্কশাল আদালতে পেশ করার পর বিচারক জানিয়েছিলেন মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা কম্যান্ড হাসপাতালে করতে হবে। কিন্তু তাতে তীব্র আপত্তি জানান কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও তাতে আদালতের নির্দেশের পরিবর্তন হয়নি। এরপরই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী বুধবার জ্যোতিপ্রিয়কে কম্যান্ড হাসপাতালেই স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হয় সেখানে। এরপর সেখানে থেকে আবার সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে মন্ত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =