লক্ষ্মীবারেই BJP-র রথযাত্রা মামলার রায় ঘোষণা

কলকাতা: দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ বিজেপির ‘রথযাত্রা’ মামলার রায় ঘোষণা করতে পারে কলকাতা হাই কোর্ট৷ আজ, রাজ্য ও বিজেপির সওয়াল-জবাব শোনার পর বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সাফ জানিয়ে দেন, বৃহস্পতিবার রায়দান পর্বের আগে রাজ্য ও বিজেপিকে ১৫ মিনিট করে বক্তব্য বলার সুযোগ দেবে আদালত৷ তারপর মামলার নিষ্পত্তি করবে আদলত৷ অন্যদিকে, বিজেপি’র প্রস্তাবিত রথযাত্রায়

লক্ষ্মীবারেই BJP-র রথযাত্রা মামলার রায় ঘোষণা

কলকাতা: দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ বিজেপির ‘রথযাত্রা’ মামলার রায় ঘোষণা করতে পারে কলকাতা হাই কোর্ট৷ আজ, রাজ্য ও বিজেপির সওয়াল-জবাব শোনার পর বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সাফ জানিয়ে দেন, বৃহস্পতিবার রায়দান পর্বের আগে রাজ্য ও বিজেপিকে ১৫ মিনিট করে বক্তব্য বলার সুযোগ দেবে আদালত৷ তারপর মামলার নিষ্পত্তি করবে আদলত৷ অন্যদিকে, বিজেপি’র প্রস্তাবিত রথযাত্রায় অশান্তি হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে দায়ের করা জনস্বার্থ মামলায় ভর্ৎসনা করে আদালত৷

এদিন শুনানির আগে হাই কোর্টের নির্দেশ রথযাত্রা বা গণতন্ত্র যাত্রার নতুন দিন বদলের প্রস্তাব জমা দেয় বিজেপি৷ যাত্রার দিন বদলালেও স্থান একই থাকছে। নতুন সূচি অনুযায়ী কোচবিহার থেকে ২২ ডিসেম্বর, ২৪ ডিসেম্বর কাকদ্বীপ ও ২৬ তারিখ বীরভূম থেকে যাত্রা শুরু প্রস্তাব হাই কোর্টে জমা দিয়েছে বিজেপি৷ রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার সংবাদ সংস্থাকে বলেন, ‘‘আশা করি, আমরা বিচার পাব৷ পরিস্থিতি যা তাতে বিজেপির এই কর্মসূচি আদৌ হবে কি না সেটা এখন আদালতের উপরেই নির্ভর করছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *