সকালেই আত্মসমর্পণ, বিশেষ সিবিআই আদালতে শর্তসাপেক্ষে জামিন পেলেন লালা

আসানসোল: মঙ্গলবার সাত সকালে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা৷ তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিল কোর্ট। ১০ হাজার…

লালা

আসানসোল: মঙ্গলবার সাত সকালে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা৷ তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিল কোর্ট। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী৷ আগামী ২১ মে ফাইনাল চার্জশিট জমা দেওয়ার পর শুরু হবে ট্রায়াল।

মঙ্গলবার কয়লা পাচার মলার তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সিবিআই আদালতের বিচারক৷ টানা তিন বছর সুপ্রিম কোর্টের রক্ষাকবচ নিয়ে কাটিয়ে দিল লালা৷ সিবিআই কেন তার বিরোধিতা করে শীর্ষ আদালতে গেল না? তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

 

এদিন লালাকে জামিনের শর্ত হিসাবে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়াও আদালতের নির্দেশ, মামলার শুনানির দিনগুলিতে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে লালাকে।

কয়লা পাচারকাণ্ডের ‘কিংপিন’ লালাকে তাঁর পৈতৃক বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার নিতুড়িয়া থানা এলাকার অন্তর্গত ভামোরিয়া গ্রামে লালার পৈতৃক বাড়িতে থাকেন তাঁর মা। তাঁকে ওই ঠিকানাতেই থাকতে হবে। আদালতের অনুমতি ছাড়া এলাকা ছাড়তে পারবেন না অনুপ মাঝি৷

 

মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ জামিন পান লালা৷ তার পর আদালত থেকে বেরিয়ে গাড়িতে চেপে বেরিয়ে যান তিনি। সংবাদ মাধ্যমের কাছে কোনও প্রতিক্রিয়া দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *