বাবুলের যোগদান অনেকেই ভাল চোখে দেখছেন না, ইঙ্গিতে বোঝালেন সুজিত

বাবুলের যোগদান অনেকেই ভাল চোখে দেখছেন না, ইঙ্গিতে বোঝালেন সুজিত

কলকাতা: সকাল থেকে অঝোরে বৃষ্টি৷ তাতে ম্রিয়মান রাজনীতিকরাও৷ আচমকায় সামনে এল বাবুল সুপ্রিয়র দলবদলের খবর৷ তার জেরে চোখের পলকে ‘গরম’ হয়ে উঠল বাংলার রাজনৈতিক ক্ষেত্র৷ বিজেপি তো বটেই বাবুলের দল বদল নিয়ে চর্চ্চা শুরু হয়েছে শাসকদল তৃণমূলের অন্দরেও৷ বিষয়টিকে শাসকদলের অনেকেই ভাল চোখে মেনে নিতে পারছেন না বলে সূত্রের খবর৷

কারণ, ভোটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘উৎখাতের’ ডাক দিয়ে একাধিক টুইট করেছিলেন বাবুল সুপ্রিয়৷ এমনকি তারও আগে বাবুলের বিরুদ্ধে টুইটে মুখ্যমন্ত্রী সম্পর্কে বিকৃত ও অপমানজনক মন্তব্য করার অভিযোগে আইনি নোটিস ধরিয়েছিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ঘটনাচক্রে সেই অভিষেকের হাত ধরেই এবার তৃণমূলে প্রবেশ করলেন মোদী-শাহ ঘনিষ্ঠ বাবুল৷ স্বভাবতই, তৃণমূলের অনেক নেতাই বিষয়টিকে ঘিরে অসন্তুষ্ঠ৷

শনিবার বিকেলে তারই আভাস মিলেছে রাজ্যের দমকল মন্ত্রী তথা দাপুটে তৃণমূল নেতা সুজিত বসুর কথায়৷ সুজিতের কাট কাট জবাব, ‘‘এটা আপনিও যেমন জেনেছেন আমিও তেমন জেনেছি। এটা দল বলতে পারবে। দল যেটা করেছে ভেবেই করেছে, এই নিয়ে কোনও মন্তব্য করব না। তিনি জয়েন করেছেন৷ কিভাবে, কেন – সেবিষয়ে কিছু জানি না৷ তাই মন্তব্যও করতে পারব না৷’’

খানিক থেমে এরপরই কটাক্ষের সুরে যোগ করেছেন, ‘‘দেখুন হেভিওয়েট কি লাইটওয়েট, সেটা বিধানসভায় দেখেছি আমরা। কে কত হেভিওয়েট ছিল, কে কত লাইট ওয়েট ছিল। বিধানসভার রেজাল্টই বলেছে কে কত হেভিওয়েট কে কত লাইট ওয়েট৷’’ দাবি করেছেন, ‘‘ভবানীপুরে দিদি এমনি জিতবে, অনেক ভোটে জিতবে৷ তার জন্য কাউকে লাগে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে কাউকে লাগে না৷ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে দল নিশ্চই প্রচার করছে৷ প্রচার করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কারও প্রয়োজন হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলাকে পথ দেখিয়েছে, দেশকে পথ দেখাচ্ছে৷’’

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সুজিতের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট তিনি বাবুলকে তৃণমূলে নেওয়ার বিষয়টিকে ভাল ভাবে নেননি৷ সূত্রের খবর, শুধু সুজিত একা নন, তৃণমূলের অভ্যন্তরে এই সংখ্যাটা বেশ দীর্ঘ৷ আগামীদিনে রাজ্য রাজনীতিতে অবশ্য তার কোনও প্রভাব পড়বে কি না, তা অবশ্য জানা যাবে সময়েই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =