সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর, গোপনে বিয়ে সারলেন যশ-নুসরত?

সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর, গোপনে বিয়ে সারলেন যশ-নুসরত?

কলকাতা:  নুসরত আর বিতর্ক যেন একে অপরের সঙ্গে ওতোপ্রোত ভাবে জড়িত৷ একটি বিতর্কের অবসান হতে না হতেই আরেকটি বিতর্কের শুরু৷ ক’দিন আগে পর্যন্ত নুসরতের সন্তানের পিতৃপরিচয় জানতে তোলপাড় হয়েছিল নেট দুনিয়া৷ তবে ঈশানের বাবা কে, সেই প্রশ্নের উত্তর এখন সকলেরই জানা৷ সন্তানের বার্থ সার্টিফিকেটে বাবার জায়গায় জ্বলজ্বল করছে দেবাশিস দাশগুপ্ত ওরফে যশের নাম৷ তাঁদের পেরেন্টহুড নিয়েও চর্চার অন্ত নেই৷ এরই মধ্যে যশরত-কে জড়িয়ে নতুন জল্পনা তুঙ্গে৷

আরও পড়ুন- ২০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন ‘মাসিহা’ সনু সুদ! দাবি আয়কর দফতরের

নুসরত

 
গতকাল পরিচালক এনা সাহার বাড়ির বিশ্বকর্মা পুজোয় গিয়েছিলেন নুসরত৷ সঙ্গে ছিলেন যশও৷ সেখানকার একটি ছবি পোস্ট হতেই শোরগোল পড়েছে নেটপাড়ায়৷ হালকা গোলাপি রংয়ের সালোয়ার, কানে ঝুমকো আর খোলা চুলে একই রকম লাস্যময়ী নুসরত৷ তবে সবকিছু ছাপিয়ে নজর কাড়ল নুসরতের মাথা ভর্তি সিঁদুর৷ যা দেখে নেটিজেনের প্রশ্ন, তবে কি গোপনে বিয়েটাও সেরে ফেললেন যশরত? প্রসঙ্গত, ক’দিন আগে নুসরতের ইনস্টা অ্যাকান্টে একটি ভিডিয়ো দেখা গিয়েছিল৷ সেখানেও নুসরতের সিঁথিতে সিঁদুর দেখা গিয়েছিল৷ এর পর থেকে যশ ও নুসরতের বিয়ের গুঞ্জন টক অফ দ্য টাউন৷ 

নুসরত

নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে আগলে রেখেছেন যশ৷ সন্তান জন্মের সময়ও তিনি ছিলেন নুসরতের পাশে ছিলেন যশ৷ বলে রাখা ভালো এনা সাহার ‘চিনে বাদাম’ ছবিতে অভিনয় করছেন যশ৷ আর এনার প্রথম ছবি ‘এসওএস’-এর শ্যুটিং ফ্লোর থেকেই শুরু হয়েছিল যশও নুসরতের প্রেম পর্ব৷ 

nuasrat

এদিকে, মা হওয়ার পর ফের ফটোশ্যুটে আগুন ঝরাচ্ছেন নুসরত৷ বিশ্বকর্মা পুজোর দিন দুপুরে যশ ও নুসরতের ইনস্টাগ্রামে দেখা গেল একগুচ্ছ ফটোশ্যুটের ছবি। ডিপ নেভি ব্লু পোশাকে লেন্সবন্দি হলেন মোহময়ী নুসরত৷ একের পর এক ছবিতে নতুন মা-কে দেখে ঘুম উড়েছে অনুরাগীদের৷ অন্যদিকে, ব্লু ডেনিম এবং গাঢ় নীল হুডি জ্যাকেটে মেয়েদের মনে ঝড় তুললেন যশ।  এবার ফটোশ্যুটে নীল রঙে মিলেমিশে গেলেন ঈশানের মাম্মা আর পাপা৷ 

যশ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eight =