‘কোথাও পালিয়ে যাব না’, আদালতে ৫ মিনিট বলতে চেয়েছিলেন পার্থ, যা বললেন

‘কোথাও পালিয়ে যাব না’, আদালতে ৫ মিনিট বলতে চেয়েছিলেন পার্থ, যা বললেন

কলকাতা: নিয়োগ মামলার শুনানিতে এদিন আদালতে ঢোকার মুখেই বিস্ফোরক কিছু মন্তব্য করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিরোধী দলের একাধিক নেতার নাম মুখে এনেছিলেন তিনি। পরে আদালতেও ৫ মিনিট কথা বলার সুযোগ চেয়েছিলেন পার্থ। সেই সুযোগ মিলেছিল। তাহলে এই ৫ মিনিটে ঠিক কী বললেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত এই নেতা? 

আরও পড়ুন- ‘আমাদের জেলে পাঠিয়ে দিন, অন্তত উপোস করতে হবে না’, আদালতে কাতর আর্জি গ্রুপ সি’র চাকরিহারাদের

এদিন আলিপুর বিশেষ সিবিআই আদালতে পার্থ বলেন, তিনি নিয়োগ কর্তা নন। তাহলে মন্ত্রী হওয়া কি অপরাধ তাঁর? তবে তিনি এও জানান যে, এই রাজ্যের বিচার ব্যবস্থার প্রতি তাঁর ভরসা রয়েছে কিন্তু দীর্ঘ ৮ মাস তিনি অন্ধকারে আছেন। পার্থ দাবি করেন, দীর্ঘ সময় ধরে তিনি রাজনীতিতে আছেন, কিন্তু এত বছরেও তাঁর বিরুদ্ধে কারোর কোনও অভিযোগ ছিল না। এমনকি কোনও থানায় তাঁর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি। আর নিয়োগ কাণ্ডের প্রেক্ষিতে পার্থ জানান, তিনি শুধু বোর্ডে ছিলেন, কিন্তু তিনি নিয়োগ কর্তা নন।