প্রতি ক্ষণের হিসেব রাখছে পর্ষদ, সিসি ক্যামেরার নজরদারিতে শুরু প্রাথমিকের ইন্টারভিউ

প্রতি ক্ষণের হিসেব রাখছে পর্ষদ, সিসি ক্যামেরার নজরদারিতে শুরু প্রাথমিকের ইন্টারভিউ

কলকাতা: নিয়োগ নিয়ে অভিযোগের শেষ নেই রাজ্যে। দীর্ঘ কয়েক মাস ধরে এই ইস্যু নিয়েই শোরগোল গোটা বাংলায়। তৃণমূল সরকারের অস্বস্তি দিনকে দিন বেড়েছে বৈ কমেনি। একাধিক গ্রেফতারিও হয়েছে। কলকাতা হাইকোর্টের ভিন্ন ভিন্ন নির্দেশের পর অবশেষে হয়েছে টেট। আর এদিন শুরু হল প্রাথমিকে নিয়োগের প্রথম পর্যায়ের ইন্টারভিউ । তবে এই কাজ করতে আগের থেকে অনেক বেশি তৎপরতা দেখাচ্ছে পর্ষদ। টেবিলে সিসি ক্যামেরা বসানো হয় যাতে প্রতি মুহূর্তের আপডেট তাঁদের কাছে থাকে। এক কথায়, চূড়ান্ত স্বচ্ছতায় জোর দিয়েছে তাঁরা।

আরও পড়ুন- চপশিল্প নিয়ে গবেষণার ‘গাইড’ করা অধ্যাপককে বহিষ্কার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

প্রাথমিক শিক্ষা পর্ষদ চলতি মাসেই প্রাথমিকে শিক্ষক নিয়োগের নোটিফিকেশন জারি করেছিল। মঙ্গলবার থেকেই শুরু হল তার ইন্টারভিউ পর্ব। প্রথম পর্যায়ে কলকাতা জেলার টেট পরীক্ষার্থীদের নিয়োগের ইন্টারভিউ, তার পর বাকি জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে বলেই জানা গিয়েছে। যাদের ইন্টারভিউ শুরু হয়েছে তারা কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই ২০১২, ২০১৪, ২০১৭-র নোটিফিকেশন দেওয়ার পর আবারও রেজিস্ট্রেশনের সুযোগ পেয়েছিলেন। মঙ্গলবার এই ইন্টারভিউতে মোট পাঁচটি টেবিলে তিনজন করে বিশেষজ্ঞ বসিয়ে এবং প্রতিটি টেবিলের মাথায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়।

অন্যদিকে প্যারা টিচার নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউর ওপর স্থগিতাদেশ নয়, সোমবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত৷ তবে তাঁদের নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করবে মূল মামলার রায়ের উপরই। সাফ জানিয়েছে ডিভিশন বেঞ্চ। গত ২১ নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, প্রাইমারি আপার প্রাইমারি প্যারা টিচারদের মধ্যে কোনও ভেদাভেদ থাকবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =