রক্ত দিয়ে বেতন বৃদ্ধির লড়াইয়ে নামার শপথ প্রাথমিক শিক্ষকদের

আজ বিকেল: উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরে অংশ নিলেন অন্তত ১৫০ জন প্রাথমিক শিক্ষক৷ রবিবার ছুটির দিনে প্রাথমিক শিক্ষক সংগঠন UUPTWA র তরফে রক্তদান শিবিরের আয়োজন করে পুরুলিয়া কেন্দা সার্কেলের সদস্যরা৷ এদিন স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে যোগ দিয়ে যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির আন্দোলনে আরও বেশি মাত্রা ঝাঁপিয়ে পড়ার শপথ নেন শিক্ষকরা৷ সংগঠনের

রক্ত দিয়ে বেতন বৃদ্ধির লড়াইয়ে নামার শপথ প্রাথমিক শিক্ষকদের

আজ বিকেল: উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরে অংশ নিলেন অন্তত ১৫০ জন প্রাথমিক শিক্ষক৷ রবিবার ছুটির দিনে প্রাথমিক শিক্ষক সংগঠন UUPTWA র তরফে রক্তদান শিবিরের আয়োজন করে পুরুলিয়া কেন্দা সার্কেলের সদস্যরা৷ এদিন স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে যোগ দিয়ে যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির আন্দোলনে আরও বেশি মাত্রা ঝাঁপিয়ে পড়ার শপথ নেন শিক্ষকরা৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সংগঠনের তরফে জানানো হয়েছে, পুরুলিয়ার পাশাপাশি আগামী ২৭ ডিসেম্বর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর উত্তর চক্রের উদ্যোগে একই ভাবে রক্তদানের অনুষ্ঠানের মাধ্যমে আন্দোলনের ঝাঁজ বাড়াতে শপথ নেবেন শ’দুয়ের প্রাথমিক শিক্ষক৷ শুধু রক্তদানই নয়, এর আগেও বন্যা ত্রানে সাহায্য করা, অসুস্থ শিক্ষকের পাশে দাঁড়ানো থেকে শুরু করে একাধিক সমাজসেবামূলক কাজে হাত লাগিয়েছে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কয়েক হাজার প্রাথমিক শিক্ষক৷

রক্ত দিয়ে বেতন বৃদ্ধির লড়াইয়ে নামার শপথ প্রাথমিক শিক্ষকদেরঅন্যদিকে, টেক্সএমএকো দেশপ্রিয় নগর আঞ্চলিক কমিটির অন্তর্গত ২৩ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এসএফআই, ডিওয়াইএফআই-এর তরফে থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত দান করেন ১০০ জন রক্তদাতা৷ রক্ত সংগ্রহ করতে আসে এনআরএস হাসপাতাল-এর ব্লাড ব্যাংক এবং ইএসআই হাসপাতালের ব্লাড ব্যাংক৷ এই রক্তদান শিবিরকে সংগঠিত করতে সাহায্য করে বেলঘড়িয়া ক্লাব প্রতিষ্ঠান সমন্বয় সমিতি৷রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্য কমিটির সদস্য আফজাল খান, উপস্থিত হন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানস মুখার্জি৷ আঁকা প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন ১০০ পড়ুয়া৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − four =