চিতাবাঘের হামলায় মৃত নাবালক

জলপাইগুড়: রবিবার সকালে বীরপাড়া থানার রামঝোরা চা বাগানে চিতাবাঘের আক্রমনে মৃত্যু হল এক নাবালকের, মৃতের নাম আনিস ওঁরাও (১২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বাগানের ৫ নম্বর সেকশনে আনিসকে আক্রমণ করে একটি চিতাবাঘ। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনিসের।

চিতাবাঘের হামলায় মৃত নাবালক

জলপাইগুড়: রবিবার সকালে বীরপাড়া থানার রামঝোরা চা বাগানে চিতাবাঘের আক্রমনে মৃত্যু হল এক নাবালকের, মৃতের নাম আনিস ওঁরাও (১২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বাগানের ৫ নম্বর সেকশনে আনিসকে আক্রমণ করে একটি চিতাবাঘ। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনিসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 12 =