Temperature
কলকাতা: শেষ কয়েক ঘণ্টায় লাগাতার বৃষ্টির জেরে কিছুটা কমে গিয়েছে বঙ্গের তাপমাত্রার পারদ। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার স্বাভাবিকের থেকে অন্তত ৫ ডিগ্রি তাপমাত্রা কম রয়েছে। এদিকে আজও বাংলায় টানা বৃষ্টির হাওয়ার আভাস মিলেছে। কয়েক দফায় হালকা বৃষ্টি হতে পারে শহর এবং শহরতলিতে। সঙ্গে হতে পারে বজ্রপাত। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, দুই অঞ্চলেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও এলাকাতেই ভারী বৃষ্টি আপাতত সম্ভাবনা নেই। তবে কলকাতা ও আশেপাশের জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে ভারী বৃষ্টিও হয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলায়। এছাড়া মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো জেলাতেই মাঝারি থেকে হালকা বৃষ্টির দেখা মেলে।
দার্জিলিংয়ে আবার গতকালই ধসে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পাহাড়ের মাটি আলগা হয়ে ধস নামে দার্জিলিংয়ের পাতাবং এলাকায়। সেই ধসের কারণে মৃত ব্যক্তির বাড়ি ধসে যায়। এছাড়া কার্শিয়াংয়ের কাছে ৫৫ নম্বর জাতীয় সড়ক ও মানেভঞ্জনে ধস নেমেছিল। তবে মৃত্যুর সংখ্যা বাড়েনি। আপাতত তাপমাত্রা যা তাতে আগের থেকে গরমের প্রভাব একটু হলেও কম। তবে এই পরিস্থিতি বেশিদিন ঠিকবে না বলেও জানিয়েছে হাওয়া মহল।