চলন্ত ট্রেনে বিধ্বংসী আগুন! ঝলসে মৃত্যু হল একাধিক যাত্রীর

চলন্ত ট্রেনে বিধ্বংসী আগুন! ঝলসে মৃত্যু হল একাধিক যাত্রীর

fire

মাদুরাই: করমণ্ডল ট্রেন দুর্ঘটনার মর্মান্তিক স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় দেশবাসীকে। এখনও কেউই ভুলতে পারেনি সেই কথা। এবার আরও এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবর সামনে এল। দক্ষিণ ভারতগামী এক ট্রেনে আচমকা আগুন লেগে যায়। আর সেই আগুনে ঝলসে ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তিরুপতি-রামেশ্বরম থেকে কন্যাকুমারীর দিকে যাওয়া এক স্পেশাল ট্রেনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রেল সূত্রে খবর, শনিবার ভোর-রাতের দিকে মাদুরাই স্টেশনের কাছে এই ট্রেনের প্যান্ট্রি কারে আগুন লাগে। সে সময়ে যাত্রীরা সকলেই ঘুমে আচ্ছন্ন ছিলেন। জানা গিয়েছে, যে ট্রেনে দুর্ঘটনা ঘটেছে সেটি আইআরসিটিসির স্পেশাল ট্রেন। আর যে ৮ জনের মৃত্যুর খবর মিলেছে তারা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। এছাড়া একাধিক জন গুরুতর আহত হয়েছেন। তাই মৃতের সংখ্যা যে বাড়তে পারে তারও আশঙ্কা করা হচ্ছে। যদিও উদ্ধারকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই মাদুরাই স্টেশন থেকে আপৎকালীন একটি দল ছুটে যায় ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে তারাই নিকটবর্তী হাসপাতালে পাঠিয়েছেন। 

কিন্তু কী ভাবে আগুন লেগে গেল ট্রেনে? রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনটির ইলেকট্রিক্যাল কোনও ত্রুটি থেকেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে স্পষ্ট কারণ জানতে যে ক’টি বগিতে আগুন লেগেছে, সেই বগিগুলি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার সময় ট্রেনের গতি কত ছিল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 3 =