WBCS নিয়োগেও দুর্নীতির অভিযোগ শুভেন্দুর! করলেন RTI

WBCS নিয়োগেও দুর্নীতির অভিযোগ শুভেন্দুর! করলেন RTI

কলকাতা: একাধিক দুর্নীতির অভিযোগে এমনিতেই তোলপাড় গোটা বঙ্গে। তার ওপর নতুন করে দুর্নীতির অভিযোগ আনছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ করেছেন তিনি। এবার WBCS নিয়োগেও দুর্নীতির অভিযোগ করলেন বিজেপি বিধায়ক। শুধু তাই নয়, শুক্রবার এই নিয়ে পাবলিক সার্ভিস কমিশনে RTI-এর আবেদন জমা করেছেন তিনি। 

WBCS নিয়োগ নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, পিএসসি-তেও চিরকুট আসে। ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ সালের WBCS পরীক্ষায় দুর্নীতির দাবি করে শুভেন্দু জানিয়েছেন, প্রিলিমিনারি ও মেইনসে কারা পরীক্ষায় বসেছেন, কারা উত্তীর্ণ হয়েছেন, তাদের মধ্যে থেকে কারা চাকরির জন্য নির্বাচিত হয়েছি তার তালিকা চেয়েছেন তিনি। তাঁর আরও বিস্ফোরক অভিযোগ, এই নিয়োগ দুর্নীতির মাধ্যমে যারা বিডিও হয়েছেন তারাই তৃণমূলের হয়ে ভোটে ছাপ্পা দেন। যদিও আজ পিএসসি ভবনে যাওয়ার পর কিছুটা বাকবিতণ্ডায় জড়ান তিনি। কারণ তিনি গিয়ে দেখেছিলেন মূল ফটক বন্ধ। বাইরে পুলিশ। 

নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পুলিশকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তাঁর কটাক্ষ, নারীরা নির্যাতনের শিকার হলে পুলিশ দেখা যায় না, অথচ এখানে তাঁকে আটকাতে চলে এসেছেন তারা। তিনি চোর না ডাকাত, প্রশ্ন তুলেও পুলিশকে তোপ দাগেন বিরোধী দলনেতা। ফলে এই এলাকায় এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *