বিষ মেশানো মাংস খাইয়ে ফের চিতাবাঘের হত্যা উত্তরের চা বাগানে

জলপাইগুড়ি: ২৪ ঘণ্টার ব্যবধানে মাদারিহাটের গ্যারগেন্দা চা বাগানে ফের চিতাবাঘের মৃতদেহ উদ্ধার৷ বৃহস্পতিবার সকালে বাগানের ৩৪ নম্বর সেকশন থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের দেহ উদ্ধার হয়৷ ওই বাগান সংলগ্ন ৩৫ নম্বর সেকশন থেকেই বুধবার একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছিল৷ বনদপ্তর সূত্রে খবর, গতকাল উদ্ধার হওয়া চিতাবাঘটির মৃত্যু হয়েছিল বিষ মেশানো মাংস খাওয়ার ফলেই।

বিষ মেশানো মাংস খাইয়ে ফের চিতাবাঘের হত্যা উত্তরের চা বাগানে

জলপাইগুড়ি: ২৪ ঘণ্টার ব্যবধানে মাদারিহাটের গ্যারগেন্দা চা বাগানে ফের চিতাবাঘের মৃতদেহ উদ্ধার৷ বৃহস্পতিবার সকালে বাগানের ৩৪ নম্বর সেকশন থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের দেহ উদ্ধার হয়৷ ওই বাগান সংলগ্ন ৩৫ নম্বর সেকশন থেকেই বুধবার একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছিল৷

বনদপ্তর সূত্রে খবর, গতকাল উদ্ধার হওয়া চিতাবাঘটির মৃত্যু হয়েছিল বিষ মেশানো মাংস খাওয়ার ফলেই। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই বাগানে ফের চিতাবাঘের দেহ উদ্ধার হওয়াতে উদ্বিগ্ন বনদপ্তর। তবে বৃহস্পতিবার উদ্ধার হওয়া চিতাটির মৃত্যু কীভাবে হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে বনদপ্তর।

অন্যদিকে, বুধবার গভীর রাতে মেটেলি ব্লকের আইবিল চা বাগানে ধরা পড়ল একটি পুর্নবয়স্ক পুরুষ চিতাবাঘ। খুনিয়া রেঞ্জের বনকর্মিরা বাঘটিকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে গিয়েছে।  বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত একমাস ধরে ওই চিতাবাঘটি চা বাগান এলাকায় উৎপাত করছিল। বেশ কয়েকদিন আগে থেকেই ছাগলের টোপ দিয়ে আইবিল চা বাগানের নয়াকামান ডিভিশনের ১০ নং সেকশনে বাঘটিকে ধরতে খাঁচা পেতে রাখা হয়েছিল। অবশেষে বুধবার গভীর রাতে খাঁচায় আটকা পড়ে চিতাবাঘটি। এদিন সকালে খাঁচাবন্দি বাঘটিকে দেখতে ভির করেন স্থানীয়রা। পুনরায় বাগানে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *