মেট্রোয় জোড়া বিভ্রাট, ভোগান্তিতে নাজেহাল যাত্রীরা

কলকাতা: কাজের দিনের শুরুতেই মেট্রো ভোগান্তিতে নাজেহাল যাত্রীরা। বুধবার সকাল ৯টা ২০ নাগাদ দমদম স্টেশনে কবি সুভাষ গামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক যুবক। ট্রেনের নীচে আটকে যায় তাঁর দেহ। তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আত্মহত্যার জেরে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। ডাউন লাইনে দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো

মেট্রোয় জোড়া বিভ্রাট, ভোগান্তিতে নাজেহাল যাত্রীরা

কলকাতা: কাজের দিনের শুরুতেই মেট্রো ভোগান্তিতে নাজেহাল যাত্রীরা। বুধবার সকাল ৯টা ২০ নাগাদ দমদম স্টেশনে কবি সুভাষ গামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক যুবক। ট্রেনের নীচে আটকে যায় তাঁর দেহ। তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আত্মহত্যার জেরে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। ডাউন লাইনে দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়৷ বাকি অংশ মেট্রো চলাচল স্বাভাবিক বলেই জানা গিয়েছে৷

মেট্রো স্টেশনে এই ঘটনায় অফিসযাত্রীরা চূড়ান্ত হয়রানির শিকার হন। এদিকে, সকালে সাড়ে দশটা নাগাদ কবি নজরুল স্টেশনে দমদমগামী এসি রেকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর জেরে ট্রেনের মধ্যেই আটকে পড়েন যাত্রীরা। স্বয়ংক্রিয় দরজা খোলেনি। এমনকী, কামরার আলোও নিভে যায়। এই পরিস্থিতিতে কমপক্ষে ২০ মিনিট ট্রেনের মধ্যেই আটকে পড়েন যাত্রীরা। শ্বাস নিতে সমস্যা দেখা দেয়। ফিরে আসে কিছুদিন আগেই মেট্রোয় আগুন ও ধোঁয়ার স্মৃতি। আতঙ্কিত হয়ে পড়েন সবাই। ট্রেনের ভিতর ও বাইরে থেকে যাত্রীরা দরজায় ধাক্কা দিতে থাকেন। শেষে চালকের কেবিনের এমার্জেন্সি দরজা খুলে যাত্রীদের স্টেশনে নামানো হয়। এর জেরে দমদমগামী মেট্রো চলাচলও বিঘ্নিত হয়। জোড়া বিভ্রাটে সকালেই নাকাল যাত্রীরা। বেশ কয়েকঘণ্টার জন্য মেট্রো চলাচলে বিভ্রাট থাকার পরে পরিষেবা স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *