বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা রাজ্যের

কলকাতা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে আগামী বছর গুচ্ছ কর্মসূচি নিতে চলেছে রাজ্য সরকার। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর তাঁর ২০০ বছর পূর্ণ হবে। ওই দিন থেকে এক বছর ধরে রাজ্যব্যাপী নানা কর্মসূচি নেওয়া হবে। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া জন্মবার্ষিকী কমিটি প্রথম বৈঠকে মিলিত হয় বৃহস্পতিবার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান,

বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা রাজ্যের

কলকাতা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে আগামী বছর গুচ্ছ কর্মসূচি নিতে চলেছে রাজ্য সরকার। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর তাঁর ২০০ বছর পূর্ণ হবে। ওই দিন থেকে এক বছর ধরে রাজ্যব্যাপী নানা কর্মসূচি নেওয়া হবে। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া জন্মবার্ষিকী কমিটি প্রথম বৈঠকে মিলিত হয় বৃহস্পতিবার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী সহ মোট ২২ সদস্যের এই কমিটি এদিন নানা ধরনের প্রস্তাব দেয়। পরবর্তী আলোচনায় তা চূড়ান্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 3 =