তিন রাজ্যে জয়, অক্সিজেন পেয়ে ‘একলা চলার’ বার্তা প্রদেশ কংগ্রেসের সভায়

কলকাতা: গোবলয়ের তিন রাজ্যের নির্বাচনী বিজয়ের আবহে উৎসবের মেজাজে ধর্মতলায় ভিড় উপচানো জনসভা করল কংগ্রেস। সেই সভায় গোষ্ঠী নির্বিশেষে রাজ্য কংগ্রেসের সব নেতা একমঞ্চে হাজির হয়ে একইসঙ্গে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র, অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, দীপা দাশমুন্সিদের সামনেই রাহুল গান্ধীর দূত গৌরব গগৈ জানিয়ে দিলেন, কংগ্রেস

তিন রাজ্যে জয়, অক্সিজেন পেয়ে ‘একলা চলার’ বার্তা প্রদেশ কংগ্রেসের সভায়

কলকাতা: গোবলয়ের তিন রাজ্যের নির্বাচনী বিজয়ের আবহে উৎসবের মেজাজে ধর্মতলায় ভিড় উপচানো জনসভা করল কংগ্রেস। সেই সভায় গোষ্ঠী নির্বিশেষে রাজ্য কংগ্রেসের সব নেতা একমঞ্চে হাজির হয়ে একইসঙ্গে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র, অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, দীপা দাশমুন্সিদের সামনেই রাহুল গান্ধীর দূত গৌরব গগৈ জানিয়ে দিলেন, কংগ্রেস অখণ্ড। দিল্লি আর বাংলা আলাদা করা যাবে না। সভায় উপস্থিতির হার দেখে অধীরবাবু থেকে প্রদীপবাবু ব্রিগেডে সমাবেশের আর্জি জানান। আগামী ৭ জানুয়ারি থেকে কংগ্রেস জেলায় জেলায় আইন অমান্য কর্মসূচি নিতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *