পুজোর অফার ঘোষণা করল অ্যামাজন, মিলবে ৯০ শতাংশ ছাড়!

কলকাতা: আর মাত্র ১৫ দিনের অপেক্ষা৷ এরপর শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো৷ পুজো ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি৷ চলছে পুজোর প্ল্যানিং৷ কেনাকাট শুরু করে ফেলেছেন অনেকেই৷ এবার বাঙালির মন পেতে পুজোর অফার ঘোষণা করল অ্যামাজন৷ গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সিজেন চালু করেছে অ্যামাজন৷ আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর মধ্যরাত পর্যন্ত চালু থাকবে পুজোর

3 stocks recomended

পুজোর অফার ঘোষণা করল অ্যামাজন, মিলবে ৯০ শতাংশ ছাড়!

কলকাতা: আর মাত্র ১৫ দিনের অপেক্ষা৷ এরপর শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো৷ পুজো ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি৷ চলছে পুজোর প্ল্যানিং৷ কেনাকাট শুরু করে ফেলেছেন অনেকেই৷ এবার বাঙালির মন পেতে পুজোর অফার ঘোষণা করল অ্যামাজন৷

গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সিজেন চালু করেছে অ্যামাজন৷ আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর মধ্যরাত পর্যন্ত চালু থাকবে পুজোর অফার৷ প্রাইম মেম্বার অবশ্য ২৮ সেপ্টেম্বর থেকেই এই কেনাকাটার সুযোগ পাবেন৷ উৎসবের অফারগুলির মধ্যে স্মার্টফোন, টিভি, গৃহস্থলীর সরঞ্জামে ব্যাপক ছাড় দেওয়ার ঘোষণা করেছে ই-কমার্স সংস্থা৷ ফ্যাশন ও ভোগ্যপণ্য, বৈদ্যুতিন সামগ্রীর ওপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ৷

এসবিআই ডেবিড কার্ড ও ক্রেডিট কার্ডে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় মিলবে বলেও জানিয়েছে আমাজন৷ থাকছে ক্যাশব্যাক অফার৷ স্মার্টফোনে অন্তত ৪০ শতাংশ ও গৃহস্থালী সামগ্রী ৭৫ শতাংশ ছাড় মিলবে৷ এছাড়াও ফ্যাশন সামগ্রী কেনাকাটায় ৯০ শতাংশ পর্যন্ত পুজোর অফার চলবে বলে জানিয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 2 =