মাংস-বিরিয়ানি খেতে পারবেন না ক্রিকেটারা, জারি নিষেধাজ্ঞা

করাচি: লাগাতার একের পর এক ম্যাচ হেরে চলেছে পাক ক্রিকেট দল৷ দেহে মেদ জমছে পাক ক্রিকেটারদের৷ ফলে ফিটনেস না থাকায় খেলায় প্রভাব পড়ছে৷ মূলত এই যুক্তি দিয়ে এবার পাক ক্রিকেট দলের খাদ্যতালিকা থেকে নিষিদ্ধ হল বিরিয়ানি৷ পাকিস্তানের কোচ মিজবা উল হক সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের আগে কোনও ভাবেই পাক ক্রিকেট দলকে বিরিয়ানি খাওয়ানো হবে না৷

মাংস-বিরিয়ানি খেতে পারবেন না ক্রিকেটারা, জারি নিষেধাজ্ঞা

করাচি: লাগাতার একের পর এক ম্যাচ হেরে চলেছে পাক ক্রিকেট দল৷ দেহে মেদ জমছে পাক ক্রিকেটারদের৷ ফলে ফিটনেস না থাকায় খেলায় প্রভাব পড়ছে৷ মূলত এই যুক্তি দিয়ে এবার পাক ক্রিকেট দলের খাদ্যতালিকা থেকে নিষিদ্ধ হল বিরিয়ানি৷

পাকিস্তানের কোচ মিজবা উল হক সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের আগে কোনও ভাবেই পাক ক্রিকেট দলকে বিরিয়ানি খাওয়ানো হবে না৷ ছুটিতে থাকারকালীও পাক ক্রিকেটাররা বিরিয়ানি মুখে তুলতে পারবে না৷ কারণ মিজবা উল হক চান, বিশ্বকাপের আগে পাক ক্রিকেটারদের মেদ ঝরিয়ে খেলায় শারীরিক যোগ্যতা বাড়িয়ে নিতে৷ আর তার জেরেই মেনুতে রদবদল ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ খাদ্য তালিকা থেকে বিরিয়ানি ও তেলযুক্ত মাংস ও মিষ্টি বাতিল করা হয়েছে৷

অত্যাধিক তেলযুক্ত মাংস, বিরিয়ানি নিষিদ্ধ করার পাশাপাশি পাস্তা খেতে ক্রিকেটারদের নির্দেশ দেওয়া হয়েছে৷ সঙ্গে প্রচুর ফল খাওয়ার কথাও জানানো হয়েছে পাক ক্রিকেটারদের৷ পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা বাড়িয়ে তুলতে এখন থেকে জাতীয় স্তরের সমস্ত খেলোয়াড়দের এই মেনু মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে৷ জানানো হয়েছে, খাবারের উপর কড়া নজর রাখা হবে৷ যদি সেই নির্দেশ অমান্য করা হয় তাহলে অভিযুক্ত ক্রিকেটারকে দলে নেওয়া হবে না৷ মেদ ঝরিয়ে তবেই দলে ফিরতে হবে বলেও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *