পুজোর মুখে ২ টাকা বাড়ল পেট্রোল, আরও মহার্ঘ ডিজেল

কলকাতা: আশঙ্কা ছিল৷ এবার সেই আশঙ্কাকে সত্যি করে এক লপ্তে পেট্রোল-ডিজেলের দাম বাড়ল প্রায় দেড় টাকার কাছাকাছি৷ এই নিয়ে টানা আট দিন কলকাতায় পেট্রোল দাম বেড়েছে৷ টানা ৮ দিনে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হওয়ায় পুজোর মুখে ফের তৈরি হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা৷ ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর হয়েছে৷ জানা গিয়েছে পেট্রলে

পুজোর মুখে ২ টাকা বাড়ল পেট্রোল, আরও মহার্ঘ ডিজেল

কলকাতা: আশঙ্কা ছিল৷ এবার সেই আশঙ্কাকে সত্যি করে এক লপ্তে পেট্রোল-ডিজেলের দাম বাড়ল প্রায় দেড় টাকার কাছাকাছি৷ এই নিয়ে টানা আট দিন কলকাতায় পেট্রোল দাম বেড়েছে৷ টানা ৮ দিনে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হওয়ায় পুজোর মুখে ফের তৈরি হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা৷

ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর হয়েছে৷ জানা গিয়েছে পেট্রলে ০.২৯ ও ডিজেলের ০.১৯ পয়সা বাড়ানো হয়েছে৷ সৌদি আরবে তেল উৎপাদন কেন্দ্রে গত ১৪ সেপ্টেম্বর জঙ্গি হামলার জেরে এই দাম বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে৷ চাহিদার তুলনায় যোগান কম থাকায় পেট্রোলের দাম এখন কলকাতায় দাঁড়িয়েছে ৭৬.৬০ টাকা ও ডিজেলের দাম দাঁড়িয়েছে ৬৯.৩৫ টাকা৷ নয়া এই বর্ধিত হার গত ৮ দিনে টানা বেড়েই চলেছে৷ লাগাতার বৃদ্ধির জেরে পেট্রোল ১ টাকা ৮৮ পয়সায় ও ডিজেল প্রায় দেড় টাকা পর্যন্ত বর্ধিত হয়েছে৷ আর এর জেরেই নতুন করে অগ্নিমূল্য হতে শুরু করেছে বাজার৷

জানা গিয়েছে, জঙ্গিরা সৌদি আরবে যে দুটি তেলের ভাণ্ডারে হামলা চালিয়েছে, তার মধ্যে একটি আমেরিকার৷ সেখান থেকেই বিশ্বের সব থেকে বেশি তেল উৎপাদন করা হত৷ জঙ্গি হামলার ঘটনায় পর মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, তাদের উত্তোলিত খনিতে দিনে প্রায় ৫৭ লক্ষ ব্যারেল উত্তোলন কমে গিয়েছে৷ এই অবস্থায় বড়সড় লোকসানের মুখে পড়েছে আমেরিকার পেট্রোলিয়াম সংস্থা৷ আর তার জেরেই মার্কিন প্রশাসনের তরফেও ঘাটতি মেটাতে ১০ শতাংশ তেলের দাম বাড়ানো হয়েছে৷ আর এর প্রভাব বাজারে পড়েছে বলে খবর৷

ইতিমধ্যেই এশিয়ার বাজারে তেল ব্যবসায়ী সংস্থার তরফ থেকে ১১ শতাংশ দাম বাড়িয়ে দেওয়া হয়েছে৷ প্রতিবেশী ইয়েমেনও তাদের তেল সরবরাহ ৬ শতাংশ কমিয়ে দিয়েছে৷ ফলে বিশ্বজুড়ে তেলের ভাণ্ডারে টান পড়তে শুরু করেছে৷ আর তার প্রভাবেই এবার ভারতের বাজারেও একইভাবে তেলের দাম বাড়তে চলেছে বলে খবর৷ তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকলেও দেশের বাজারে তেলের দাম খুব একটা কমেনি বলে অভিযোগ বিরোধীদের৷ এবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বাজারে তেলের দাম কেন বাড়ানো হবে, সেই নিয়ে উঠছে প্রশ্ন৷ উৎসবের মুখে এহেন তেলের দাম বৃদ্ধির জেরে বিপাকে সাধারণ জনতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *