পুজোর মুখে ২০ টাকা বাড়ল পেঁয়াজের দাম, কোথায় নজরদারি?

কলকাতা: পুজোর মুখে অগ্নিমূল্য বাজার৷ মাথায় হাত মধ্যবিত্তের৷ উৎসবের মরসুমে পকেটের টান ক্রেতাদের৷ পেঁয়াজের ঝাঁঝে এবার কার্যত চোখের জল বাংলার কয়েক কোটি জনতার৷ কিন্তু কেন লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম? এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা৷ পেঁয়াজের দাম বৃদ্ধির পিছনে কেন্দ্রের উদাসীনতাকে দায়ী করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাল্টা বিরধী শিবির৷ মঙ্গলবার শহর কলকাতার বিভিন্ন বাজারে পেঁয়াজের

3 stocks recomended

পুজোর মুখে ২০ টাকা বাড়ল পেঁয়াজের দাম, কোথায় নজরদারি?

কলকাতা: পুজোর মুখে অগ্নিমূল্য বাজার৷ মাথায় হাত মধ্যবিত্তের৷ উৎসবের মরসুমে পকেটের টান ক্রেতাদের৷ পেঁয়াজের ঝাঁঝে এবার কার্যত চোখের জল বাংলার কয়েক কোটি জনতার৷ কিন্তু কেন লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম? এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা৷ পেঁয়াজের দাম বৃদ্ধির পিছনে কেন্দ্রের উদাসীনতাকে দায়ী করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাল্টা বিরধী শিবির৷

মঙ্গলবার শহর কলকাতার বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম চলেছে ৬০-৭৫টাকা৷ ভালো জাতের পেঁয়াজের দাম উঠেছে ৭০ থেকে ৭৫ টাকার কাছাকাছি৷ বাজার পরিসংখ্যান বলছে, গত ৩ দিনে অন্তত ২০ টাকা বৃদ্ধি হয়েছে পেঁয়াজের দাম৷ কর্ণাটক ও মহারাষ্ট্র থেকে মূলত পেঁয়াজ আসে বাংলায়৷ কিন্তু সেখানে ধারাবাহিক বন্যার জেরে পেঁয়াজের আমদানি কমে গিয়েছে৷ ফলে লাফিয়ে বেড়েছে পেঁয়াজের দাম৷

ব্যবসায়ীদের তরফে এহেন যুক্তি দেওয়া হলেও আদতে এর পিছনে কাজ করছে ফোরেরাজ, আশঙ্কা পর্যবেক্ষক মহলের৷ কেননা মহারাষ্ট্র, কর্নাটকের বন্যাকে অজুহাত দেখিয়ে ইতিমধ্যেই পেঁয়াজ গুদাম ভর্তির কাজ শুরু করেছেন ব্যবসায়ীদের একাংশ৷ ফলে বাজারে সংকট দেখিয়ে এক লাফে পেঁয়াজের দাম কয়েকগুন বাড়িয়ে ফেলেছেন একশ্রেণির ব্যবসায়ীরা৷ এমনই অভিযোগ তুলছেন সাধারণ জনতা৷

যদিও সোমবার শ্রমিক সংগঠনের ডাকা সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলায় পেঁয়াজের দাম লাফিয়ে বাড়ছে৷ কেন্দ্রীয় সরকার কিছুই করছে না৷ এই নিয়ে কেউ কোনও কথা বলছে না বলেও অভিযোগ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা বিরোধিতা করেছেন বিরোধীরা৷ তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর হাতে থাকা টাস্ক ফোর্সের বৈঠক হচ্ছে না দীর্ঘদিন ধরে৷ অভিযোগ, প্রায় তিন চার মাসের বেশি সময় ধরে টাস্ক ফোর্সের কোনও বৈঠক ডাকা হয়নি৷ ফলে বাজারে নজরদারি শিথিল হওয়ায় লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম‌৷ বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর হাতে থাকা টাস্ক ফোর্সের কেন বৈঠক করছে না? কেন বাজারের ওপর নজরদারি রাখা হচ্ছে না? কেন নেওয়া হচ্ছে না পদক্ষেপ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 3 =