আরও তলানিতে ভারতীয় টাকার দাম

নয়াদিল্লি: ধুঁকছে বিশ্ব অর্থনীতি৷ আর তার প্রভাব এসে পড়েছে ভারতের বাজারেও৷ বিশ্ববাজারের মন্দার কারণে এবার হুড়মুড়িয়ে পড়ল ভারতীয় টাকার দাম৷ ডলারের তুলনায় ভারতীয় টাকার দর বেশ খানিকটা পিছিয়ে পড়েছে৷ গত আট বছরে সর্বনিম্ন অর্থমূল্য দাঁড়িয়েছে৷ দাম জানা গিয়েছে, শুক্রবার বাজার শুরু হতেই হুড়মুড়িয়ে নামে সেনসেক্স৷ সেইসঙ্গে টাকার দাম পড়তে থাকে৷ এখনও পর্যন্ত এক ডলার পিছু

আরও তলানিতে ভারতীয় টাকার দাম

নয়াদিল্লি: ধুঁকছে বিশ্ব অর্থনীতি৷ আর তার প্রভাব এসে পড়েছে ভারতের বাজারেও৷ বিশ্ববাজারের মন্দার কারণে এবার হুড়মুড়িয়ে পড়ল ভারতীয় টাকার দাম৷ ডলারের তুলনায় ভারতীয় টাকার দর বেশ খানিকটা পিছিয়ে পড়েছে৷ গত আট বছরে সর্বনিম্ন অর্থমূল্য দাঁড়িয়েছে৷

দাম জানা গিয়েছে, শুক্রবার বাজার শুরু হতেই হুড়মুড়িয়ে নামে সেনসেক্স৷ সেইসঙ্গে টাকার দাম পড়তে থাকে৷ এখনও পর্যন্ত এক ডলার পিছু ভারতীয় মূল্য ভারতীয় টাকার মূল্য দাঁড়িয়েছে ৭২.০৩ টাকা৷  ইতিমধ্যেই গাড়ি শিল্পের মন্দা দেখা দিয়েছে৷ পারলের মতো বিস্কুট প্রস্তুতকারী সংস্থাও ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে৷ ফলে সব মিলিয়ে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি যে খুব একটা সন্তোষজনক নয়, তা মানছেন পর্যবেক্ষক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *