আত্মীয় থেকে পাড়ার লোক, সরকারি চাকরি বিলিয়ে কাঠগড়ায় পার্থ!

কলকাতা: প্রভাব খাটিয়ে আত্মীয় থেকে শুরু করে পাড়ার পরিচিতদের চাকরি দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল খোদ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে৷ টালিগঞ্জ এলাকার এক বাসিন্দা সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে ‘পাড়ার যাঁকে পেরেছেন তাঁকে ঢুকিয়েছেন সরকারি চাকরিতে’ বলে অভিযোগ তুলেছেন৷ কোনও নিয়ন না মেনে অবসরপ্রাপ্তদেরও নিয়োগ করাও অভিযোগ উঠছে৷ নাম অপ্রকাশিত রাখার শর্তে টালিগঞ্জ এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, অবৈধ,

আত্মীয় থেকে পাড়ার লোক, সরকারি চাকরি বিলিয়ে কাঠগড়ায় পার্থ!

কলকাতা: প্রভাব খাটিয়ে আত্মীয় থেকে শুরু করে পাড়ার পরিচিতদের চাকরি দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল খোদ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে৷ টালিগঞ্জ এলাকার এক বাসিন্দা সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে ‘পাড়ার যাঁকে পেরেছেন তাঁকে ঢুকিয়েছেন সরকারি চাকরিতে’ বলে অভিযোগ তুলেছেন৷ কোনও নিয়ন না মেনে অবসরপ্রাপ্তদেরও নিয়োগ করাও অভিযোগ উঠছে৷

নাম অপ্রকাশিত রাখার শর্তে টালিগঞ্জ এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, অবৈধ, অন্যায় ভাবে শিক্ষামন্ত্রী নিজে তাঁর প্রভাব খাটিয়ে একের পর নিয়োগ করে যাচ্ছেন৷ কখনও আত্নীয়, কখন পাড়ার পরিচিতদের সরকারি চাকরিতে ঢুকিয়ে দিচ্ছেন বলে অভিযোগ৷

ওই ব্যক্তির অভিযোগ, পার্থবাবুর এক আত্মীয় ব্যাংকের ম্যানেজার পদ থেকে অবসর নেওয়ার পর তাঁকে শিক্ষা দপ্তরের চেয়ারে বসানো হয়েছে৷ এছাড়া ওয়েবেল সংস্থায় শিক্ষামন্ত্রী তাঁর পরিচিত ব্যক্তিকে নিয়োগ করেছেন বলে খবর৷

ওয়েবেল কান পাতলে শোনা যায়, পিয়ন থেকে চেয়ারম্যান পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে পার্থবাবু নিজের লোক ঢুকিয়েছেন৷ এছাড়াও সরস্বতী প্রেসে নিজের পছন্দের লোক ঢুকানোর অভিযোগ রয়েছে পার্থবাবুর বিরুদ্ধে৷ সরস্বতী প্রেসে বোর্ড অফ ডিরেক্টরস পদে পার্থবাবুর সুপারিশে নিয়োগ হয়েছে বলে খবর৷ এছাড়াও পার্থবাবুর বাড়ি ও পোষ্যদের নিয়েও কটাক্ষ করা হয়েছে৷

তবে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এহেন চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলেও তাঁর প্রতিক্রিয়া পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আজ বিকেল ডট কম৷ ফোন ছিল নট রিচেবল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *