দেশের প্রাকৃতিক শক্তি নিলাম তুলল কেন্দ্র, জারি বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: কেন্দ্রীয় কয়লা মন্ত্রক ২৭টি কয়লা খনির নিলাম ও ১৫টি কয়লা খনি কেন্দ্র ও রাজ্য সরকারের আওতাধীন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বরাদ্দের জন্য প্রক্রিয়া শুরু করেছে৷ বেশ কিছু কয়লা খনি নিয়ন্ত্রিত নয় এমন ক্ষেত্রে এবং লোহা ও ইস্পাত ক্ষেত্রে ব্যবহারের জন্য নিলাম করা হচ্ছে৷ ৫টি কয়লা খনি বিদ্যুৎ, ৯টি খনি থেকে কয়লা বিক্রি এবং ১টি খনি লোহা

3 stocks recomended

দেশের প্রাকৃতিক শক্তি নিলাম তুলল কেন্দ্র, জারি বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: কেন্দ্রীয় কয়লা মন্ত্রক ২৭টি কয়লা খনির নিলাম ও ১৫টি কয়লা খনি কেন্দ্র ও রাজ্য সরকারের আওতাধীন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বরাদ্দের জন্য প্রক্রিয়া শুরু করেছে৷ বেশ কিছু কয়লা খনি নিয়ন্ত্রিত নয় এমন ক্ষেত্রে এবং লোহা ও ইস্পাত ক্ষেত্রে ব্যবহারের জন্য নিলাম করা হচ্ছে৷ ৫টি কয়লা খনি বিদ্যুৎ, ৯টি খনি থেকে কয়লা বিক্রি এবং ১টি খনি লোহা ও ইস্পাত ক্ষেত্রের জন্য বরাদ্দ করা হয়েছে৷

এই ৪২টি কয়লাখনি থেকে বছরে প্রায় ৭০মেট্রিক টন কয়লা উৎপাদিত হবে৷ কয়লা খনিগুলি নিলাম ও বরাদ্দের জন্য টেন্ডার ও আবেদনপত্র জমা দেওয়ার বিজ্ঞপ্তি গত ৩ ও ৪ আগস্ট সংবাদপত্রে প্রকাশিত হয়েছে৷ মেটাল স্ক্র্যাপ ট্রেডিং কর্পোরেশন (এমএসটিসি)এর মাধ্যমে এই ই-নিলাম প্রক্রিয়া সম্পন্ন হবে৷ নিলামকারীদের নাম নথিভুক্তকরণ ও টেন্ডার সংক্রান্ত নথি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৩ সেপ্টেম্বর৷ এই এমএসটিসি-র মাধ্যমে ই-নিলাম হবে আগামী ১০ আক্টোবর থেকে ৪ নভেম্বর মধ্যে৷  আরও বিস্তারিত তথ্য জানা যাবে কয়লা মন্ত্রকের ওয়েবসাইটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 14 =