সোনা কিনে ঠকেছেন? এবার ফোনে যাচাই করা যাবে গয়নার বিশুদ্ধতা

নয়াদিল্লি: সোনার গহনা কিনে প্রতারিত হওয়ার দিন এবার শেষ হতে চলেছে৷ হলমার্ক সোনার বিশুদ্ধতা যাচাইয়ের বিষয় প্রযুক্তি আনতে চলেছে কেন্দ্র সরকার৷ সোনার গয়নার বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে মোবাইল ফোনের মাধ্যমে৷ জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই মোবাইলের মাধ্যমে সোনার বিশুদ্ধতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে৷ এ বিশেষ পদক্ষেপ নিতে চলেছে

3 stocks recomended

সোনা কিনে ঠকেছেন? এবার ফোনে যাচাই করা যাবে গয়নার বিশুদ্ধতা

নয়াদিল্লি: সোনার গহনা কিনে প্রতারিত হওয়ার দিন এবার শেষ হতে চলেছে৷ হলমার্ক সোনার বিশুদ্ধতা যাচাইয়ের বিষয় প্রযুক্তি আনতে চলেছে কেন্দ্র সরকার৷ সোনার গয়নার বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে মোবাইল ফোনের মাধ্যমে৷

জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই মোবাইলের মাধ্যমে সোনার বিশুদ্ধতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে৷ এ বিশেষ পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার৷ মোবাইলের মাধ্যমে নয়া প্রযুক্তি ব্যবহার করে সোনা কিনে প্রতারিত হওয়ার প্রবণতা কমাতে উদ্যোগ নিতে চলেছে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস৷ সবকিছু ঠিকঠাক থাকলে হলমার্ক হবে পরীক্ষা হবে ডিজিটাল মাধ্যমে৷ সোনার গায়ে নির্দিষ্ট কোড স্ক্যান করে জানা যাবে সোনার বিশুদ্ধতা৷

মোবাইলে পর্দায় ফুটে উঠবে সোনার বিশুদ্ধতার বিবরণ৷ আর তাতে যদি কোনও গলদ থাকে সে ক্ষেত্রে দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে দোকানদার বাধ্য থাকবেন গ্রাহককে৷ নয়া এই ব্যবস্থাই আনতে চলেছে কেন্দ্র৷ সোনার গয়নায় হলমার্ক ব্যবহার বাধ্যতামূলক এখনও করে উঠতে পারেনি কেন্দ্র৷ তবে চলতি অর্থবর্ষের মধ্যেই ক্রেতাসুরক্ষা মন্ত্র সোনার অলঙ্কারে হলমার্ক ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে বলে খবর৷ একই সঙ্গে শুদ্ধতা যাচাইয়ের বিষয়ে প্রযুক্তি আনার পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র৷

এই বিষয়ে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, সোনার গয়নার হলমার্ক বাধ্যতামূলক করার বিষয়ে অনুমোদন দিয়েছে বাণিজ্যমন্ত্রক৷ আর সেই বিষয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হচ্ছে৷ এমনকী, সোনার বিশুদ্ধতা যাচাই করার জন্য মোবাইলের মাধ্যমে তা যাচাই করা সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি৷ মূলত কারচুপি রুখতে এই পদক্ষেপ বলে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 20 =